দুই কোটিপতির বিয়ে, রণবীরকে পণে কী দেবেন আলিয়া? ফাঁস করলেন রাখি সাওয়ান্ত

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টিনসেল টাউনে এখন গসিপের সবথেকে হট টপিক রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাটের (Alia Bhatt) আসন্ন বিয়ে। যেদিন থেকে অভিনেত্রীর কাকা ও খুড়তুতো দাদা বিয়ের খবরে শিলমোহর দিয়েছেন সেইদিন থেকেই উন্মাদনাটা কয়েক গুণ বেড়ে গিয়েছে। এবার রণলিয়া জুটির বিয়ে নিয়ে মুখ খুললেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)।

আলিয়ার সঙ্গে রাখির সম্পর্ক বেশ ভালোই। অভিনেত্রীর ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’ ছবিটিও দেখতে গিয়েছিলেন তিনি। সেই আলিয়া এবার বিয়ের পিঁড়িতে বসছেন। বান্ধবীর এই সাফল‍্যে ঠিক কতটা খুশি রাখি? সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়ার বিয়ে নিয়ে মুখ খোলেন তিনি।


রাখির কথায়, “আলিয়ার জন‍্য এই বছরটা কত ভাল! গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি সুপারহিট হয়েছে, আর আর আর সুপারহিট হয়েছে। এবার বিয়েও করছে। দারুণ! হলিউডও যাচ্ছে।” এরপরেই মজার সুরে রাখি বলে ওঠেন, “আর পণের সঙ্গে আমিও যাচ্ছি। ব‍্যাগের মধ‍্যে বসে যাব আমি।”

সূত্রের খবর মানলে, আগামী ১৪ তারিখেই সেই বিশেষ দিন। বিয়ের পিঁড়িতে বসবেন রণবীর আলিয়া। ইতিমধ‍্যেই আলোয় সেজে উঠেছে দুজনের নতুন বাড়ি। চার দিন ধরে চলবে নানান অনুষ্ঠান। সবার প্রথমেই থাকছে রণবীর আলিয়ার ব‍্যাচেলর পার্টি। অভিনেতার ব‍্যাচেলর পার্টির অতিথিদের তালিকায় নিঃসন্দেহে সবার প্রথমে নাম থাকবে পরিচালক অয়ন মুখার্জির। তিনি অবশ‍্য আলিয়ারও খুব ঘনিষ্ঠ বন্ধু।

এছাড়া রণবীরের আরো দুই প্রিয় বন্ধু অর্জুন কাপুর এবং আদিত‍্য রয় কাপুর উপস্থিত থাকতে পারেন পার্টিতে। এবার পালা আলিয়ার ব‍্যাচেলরেটের। অভিনেত্রীর সবথেকে প্রিয় বান্ধবী আকাঙ্খা রঞ্জন ও তাঁর দিদি অনুষ্কা রঞ্জন তো থাকছেনই বিয়ের সমস্ত অনুষ্ঠানে। উল্লেখ‍্য, অনুষ্কার বিয়েতেও উপস্থিত ছিলেন আলিয়া। শোনা যাচ্ছে, দুই বোন মিলে নাকি বিশেষ পার্টির ব‍্যবস্থা করেছেন আলিয়ার জন‍্য।

X