শ্রীলঙ্কার পর এবার নেপাল, বড় সড় আর্থিক মন্দার মুখে নাগরিকদের কাছে সাহায্য প্রার্থনা অর্থমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : শ্রীলঙ্কার পর এবার ভয়াবহ আর্থিক সঙ্কটের মুখে ভারতের আর এক প্রতিবেশী দেশ। ভয়াবহ মন্দা নেপালেও। সেদেশের অর্থমন্ত্রী বিদেশে বসবাসকারী নাগরিকদের অনুরোধ করেছেন বিদেশী অর্থ দিয়ে দেশকে সাহায্য করতে।

নেপালের অর্থমন্ত্রী জনার্দন শর্মা শনিবার বিদেশে বসবাসকারী নেপালিদের অনুরোধ করেছেন ডলার অ্যাকাউন্ট খুলতে এবং অর্থনৈতিক সঙ্কটের মধ্যে তাঁদের দেশের ব্যাংকগুলিতে বিনিয়োগ করতে। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সব দেশের অর্থনীতিই। কিন্তু নেপালের অর্থনীতির বড় একটা অংশ পর্যটনের উপর নির্ভরশীল হওয়ায় পর্যটন শিল্পের ধ্বসের ফলে নেপালের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে।

প্রবাসী নেপালি সংঘ দ্বারা আয়োজিত একটি ডিজিট্যাল ইভেন্টে নেপালের অর্থমন্ত্রী জনার্দন শর্মা বলেছেন, বিদেশে থাকা নেপালীরা নেপালের ব্যাঙ্কে ডলার অ্যাকাউন্ট খুললে তা দেশকে বৈদেশিক মুদ্রার সংকট কাটিয়ে উঠতে সাহায্য করবে।

শুধু তাইই নয়, দেশে জ্বালানি খরচ বাঁচাতে, এই মাসে সরকারি দপ্তরগুলিতে দুই দিনের ছুটি ঘোষণার কথাও ভাবছে নেপাল সরকার। বৈদেশিক মুদ্রা সংকট এবং পেট্রোলিয়াম পণ্যের আকাশচুম্বী দামের সঙ্গে লড়তে কার্যতই ঝাঁপিয়ে পড়েছে নেপাল। নেপালের মন্ত্রীপরিষদ সূত্রে খবর, নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং নেপাল অয়েল কর্পোরেশন দেশের সরকারকে দুই দিনের ছুটি ঘোষণা করার পরামর্শ দিয়েছে।

কোভিড-১৯ মহামারীর কারণে আন্তজার্তিক পর্যটন বড়সড় ধাক্কা খেয়েছে। ফলে পর্যটন নির্ভর নেপালের অর্থনীতিও বৈদেশিক মুদ্রা রিজার্ভ পতনের সম্মুখীন হচ্ছে এই পরিস্থিতিতে। এছাড়াও গত প্রায় ২ মাস ধরে চলতে থাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় বিশ্বজুড়ে বৃদ্ধি পেয়েছে তেলের দাম। সেটিও নেপালের অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে বলেই দাবি ওয়াকিবহাল মহলের।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর