বাংলাহান্ট ডেস্ক : বিদ্রোহের ধুম লেগেছে বঙ্গ বিজেপির অন্দরে। দল, সংগঠন, কেন্দ্র সবকিছুর বিরুদ্ধেই সরব হচ্ছেন একের পর এক নেতা। সৌমিত্র খাঁ, অনুপম হাজরা, সুকান্ত মজুমদার সহ অগণিত নেতা একাধিক ইস্যুতে দল বা দলের নেতৃত্বকে টার্গেট করে মুখ খুলেছেন। এবার কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি আন্দোলনে নামার কথা ঘোষণা করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই সরাসরি একথা জানিয়েছেন তিনি।
অর্জুন সিংয়ের অভিযোগ, একাধিকবার রাজ্যের মানুষের জন্য দাবিদাওয়া জানিয়ে চুড়ান্ত হতাশ তিনি। কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকা সত্ত্বেও রাজ্যের মানুষের জন্য কিছুই করছে না কেন্দ্র। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েলের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন এই বিজেপি নেতা। রাজ্যের পাটচাষি এবং চটকল শ্রমিকদের দুর্দশার কথা জানার পরও তাঁর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন অর্জুন।
এই ব্যাপারে অর্জুন সিং বলেন, ‘রাজ্যের ১৪টি জুট মিল বন্ধ। আরও ১০টি বন্ধের মুখে। জুটমিল শ্রমিক, পাটচাষি এবং তাঁদের পরিবার মিলিয়ে আড়াই কোটি মানুষ চরম সঙ্কটে। কেন্দ্রের একাধিক মন্ত্রকে বহুবার আবেদন করেছি। চিঠি লিখেছি শিল্প বাণিজ্য মন্ত্রকে। কিন্তু কেন্দ্র কর্ণপাতই করেনি। এবার রাস্তায় নেমে আন্দোলন করা ছাড়া উপায় নেই। আমার রাজনৈতিক উত্থান, কর্মকাণ্ড সবই জুটমিল কর্মীদের ঘিরে। আমি আগে তাঁদের স্বার্থ দেখব। কোন দল, কোন সরকার কী মনে করল, আমার কিছু যায় আসে না।’
সূত্রের খবর, এই দাবিতে কেন্দ্র কোনোও রকম পদক্ষেপ না নিলে জুন মাসের মধ্যেই বিজেপি ছাড়ছেন অর্জুন সিং। তাঁর কথায়, ‘কোন দল কীসের দল তাতে কী এসে গেল? মানুষ পাশে থাকাটাই আসল। আজ আমি। যা হয়েছি মানুষের জন্যই। নিজে এককালে চটকল শ্রমিক। হয়ে আজ তাঁদের সঙ্গে বেইমানি করতে পারব না।’
আজ দিল্লিতে জুট বোর্ডের মিটিং এ অংশ নেওয়া কথা ব্যারাকপুরের সাংসদের। সেখানেও রীতিমতো বিস্ফোরক মন্তব্যই করতে শোনা যায় অর্জুন সিংকে। তিনি বলেন, ‘আসলে বিজেপি সরকার, আর মন্ত্রকে বসে থাকা লোকেরা আকাশপুত্র। আকাশেই বিচরণ করেন। তাঁরা ধরিত্রীপুত্রদের সমস্যা, দারিদ্র্য বা জীবিকার সঙ্কট বুঝবেন কীভাবে?’ পুরো বিষয়টি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখবেন বলেও জানিয়েছেন এই বিজেপি নেতা।