গাছের পাতা নিয়ে খেলতে ব‍্যস্ত ছোট্ট অভ‍্যান, দিয়া-পুত্রের মিষ্টি হাসি মন ভুলিয়ে দেবে, রইল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: জীবনের নতুন ইনিংস শুরু করেছেন অভিনেত্রী দিয়া মির্জা (Dia Mirza)। গত বছর মে মাসে মা হয়েছেন তিনি। দ্বিতীয় বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণে চর্চায় ছিলেন অভিনেত্রী। সন্তানের জন্মও হয়েছিল সময়ের আগে। এখন অবশ‍্য একদম সুস্থ ছোট্ট অভ‍্যান। সোশ‍্যাল মিডিয়ায় প্রায়ই ছেলের সঙ্গে ছবি, ভিডিও শেয়ার করতে থাকেন দিয়া।

সম্প্রতি অভ‍্যানের সঙ্গে কাটানো মিষ্টি কিছু মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। পুঁচকেকে এখন থেকেই প্রকৃতির সঙ্গে পরিচয় করাচ্ছেন দিয়া। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্র‍্যাডলে শুয়ে শুয়ে গাছের পাতা নিয়ে খেলছে ছোট্ট অভ‍্যান। ছেলেকে ‘সূর্যের আলো’র সঙ্গে তুলনা করেছেন দিয়া।

IMG 20220427 204317
গত বছর ফেব্রুয়ারি মাসে ব‍্যবসায়ী বৈভব রেখির সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। আর ১৪ মে পুত্রসন্তানের মা হন তিনি। সময়ের আগেই সন্তানের জন্ম দিতে হয়েছিল তাঁকে। এমনকি ছিল জীবনের ঝুঁকিও। তবে চিকিৎসকদের দ্রুত ব‍্যবস্থা নেওয়ায় এমার্জেন্সি সি সেকশন ডেলিভারির মাধ‍্যমে সুস্থ ভাবে সন্তান জন্ম দেন অভিনেত্রী।


প্রসঙ্গত, বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়ায় তুমুল ট্রোল হতে হয়েছিল দিয়াকে। গর্ভবতী হয়ে পড়ার জন‍্যই তড়িঘড়ি বিয়ে করতে বাধ‍্য হয়েছেন অভিনেত্রী, এমনটাই মত ছিল অনেকের। যদিও অভিনেত্রী বলেছিলেন, শুধুমাত্র সন্তান নেওয়ার জন‍্য তারা বিয়ে করেননি। একসঙ্গে জীবন কাটাবো বলেই বিয়ে করেছিলেন।

https://www.instagram.com/reel/Cc114LrjtbT/?igshid=YmMyMTA2M2Y=

কিন্তু যখন বিয়ের তোড়জোড় চলছিল তখনি দিয়া জানতে পারেন যে তিনি গর্ভবতী। অর্থাৎ গর্ভবতী হওয়ার জন‍্য বিয়েটা হয়নি। যতক্ষণ না জানতে পেরেছি সন্তান সুস্থ রয়েছে ততক্ষণ কোনো ঘোষনা করেননি। অভিনেত্রী দাবি করেছিলেন, মেডিক‍্যাল কারণ ছাড়া অন‍্য কোনো কারণের জন‍্যই তিনি খবরটা লুকোননি।

Niranjana Nag

সম্পর্কিত খবর