তৃণমূলে এখন ডাকাত, চোর সবাই কর্মী! বিস্ফোরক মন্তব্য খোদ তৃণমূল বিধায়কের

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, রাজ্যে যখন বিরোধীরা একের পর এক ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের ওপর ক্রমশ চাপ বাড়িয়ে চলেছে, সেই পরিস্থিতিতে শাসক দলের এক নেতাই নিজের দলের বিরুদ্ধে উল্টে আক্রমন করে বসলেন। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এদিন তৃণমূলের কর্মীদের চোর এবং ডাকাতের সঙ্গে তুলনা করলেন আর তাঁর এই বক্তব্যের পর স্বভাবতই বিরোধীরাও আসরে নেমে পড়ে।

ওয়াকিবহাল মহলের মতে, অসিতের এই বক্তব্যের পেছনে প্রধান কারণ হলো এলাকায় গোষ্ঠী সংঘর্ষ। কিছুদিন পূর্বে, চুঁচুড়া পুরসভায় অসিত মজুমদারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত প্রেমজিত সাহা এবং স্থানীয় তৃণমূল কর্মী ঝন্টু বিশ্বাসের মধ্যে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয় বলে খবর। একদিকে প্রেমজিত অভিযোগ করেন যে, বিধবা ভাতাকে কেন্দ্র করে এলাকায় ঝন্টু বিশ্বাস একাধিক বেআইনি কাজ করে চলেছেন। অপরদিকে আবার প্রেমজিত-এর বিরুদ্ধেও এলাকায় একাধিক অভিযোগ রয়েছে।

সংঘর্ষের পর এদিন অসিত মজুমদার বলেন, “তৃণমূল দলে এখন ডাকাতও কর্মী আবার চোরও কর্মী। কিন্তু আমি ডাকাত এবং চোরেদের দল ছেড়ে দিতে পারিনা। প্রেমজিতকে সম্প্রতি কিছু মানুষ মারধর করেছে। বর্তমানে ও হাসপাতালে ভর্তি। আমি ব্যান্ডেল এবং রবীন্দ্রনগর-এর মত এলাকাকে শান্ত করেছি, কিন্তু এই এলাকায় বিশৃঙ্খলা চলবে, মানুষদের মারধর করা হবে এটা আমি মেনে নিতে পারব না।”

অসিতের এই বক্তব্যের পর এদিন বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, “চোর ডাকাতদের দিয়ে তৃণমূল পশ্চিমবঙ্গে ভোট চালায়। তারাই আমাদের কর্মীদের ওপর অত্যাচার করে চলেছে, বাংলার প্রতিটি প্রান্তে খুন থেকে শুরু করে ধর্ষণের ঘটনা ঘটাচ্ছে।”


Sayan Das

সম্পর্কিত খবর