বাংলায় নিশ্চিহ্ন হয়ে যাবে বিজেপি, অর্জুন তৃণমূলে ফেরার পরই বড় দাবি রাজীব বন্দ্যোপাধ্যায়ের

বাংলাহান্ট ডেস্ক : বিগত বেশ কিছুদিন ধরেই তুঙ্গে উঠেছিল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের তৃণমূলে ফেরার জল্পনা। সেই সমস্ত জল্পনা সত্যি করে রবিবার বিকেলেই ক্যামাক স্ট্রীটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এসে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। তাঁর এহেন ‘ঘর ওয়াপসি’ এর পর কার্যতই তোলপাড় রাজ্য রাজনীতি। আর এহেন পরিস্থিতিতে দাঁড়িয়েই অর্জুন সিংয়ের তৃণমূলের যোগ দেওয়া প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানালেন একুশের বিধানসভা নির্বাচনের পর পরই তৃণমূলে ফেরা রাজীব বন্দ্যোপাধ্যায়।

এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ বিজেপি দলটা কেউ করবে বলে মনে হয় না। কারণ তাদের দলটা মানুষের জন্য কাজ করবে বলে প্রথমে কথা দেয়, আলোচনা করে, কিন্তু পুরোটাই নির্বাচন কেন্দ্রীক। বাংলার মানুষের জন্য কাজ করার দীর্ঘমেয়াদী কোনও পরিকল্পনা তাদের কাছে নেই। সুতরাং যাঁরা এই দলে গিয়েছিলেন তাঁদের মোহভঙ্গ হচ্ছে। ‘

তিনি আরও বলেন, ‘অর্জুুন সিং আবার ঘরে ফিরলেন। তিনিও বুঝেছিলেন যে আশা নিয়ে গিয়েছিলেন তা ভঙ্গ হয়েছে। ওঁকে স্বাগত। বাংলায় আর আগামীদিনে বিজেপির কোনও অস্তিত্ব থাকবে না। ভয় দেখিয়ে কি রাজনীতি করা যায়! রাজনীতি করতে হলে মানুষের সঙ্গে থাকতে হয়। বাকি কাজ পরে। বাংলার মানুষের স্বার্থে কিছু করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনও রাস্তা আছে বলে আমি মনে করি না।’

তৃণমূলে যোগ দেওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন অর্জুন সিংও। তাঁর দাবি, ‘ঘরের ছেলে ঘরে ফিরলাম, মাননীয়া তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এসি ঘরে বসে রাজনীতি হয় না। সেজন্য পথে নামতে হয়।’ অন্যদিকে আবার ট্যুইট করে অর্জুন সিংকে দলে স্বাগত জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি লেখেন, ‘অর্জুন সিংকে স্বাগত জানাচ্ছি। তিনি বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেনএবং আজ তৃণমূলের পরিবারে তিনি যোগদান করলেন। গোটা দেশজুড়ে মানুষ ভুগছে। তাঁদের আমাদের প্রয়োজন। লড়াইটা জারি থাকুক।’ সব মিলিয়ে এই রাজনৈতিক শিবির বদলকে ঘিরে যে বেশ সরগরম বাংলার রাজনীতির ময়দান তা বলাই বাহুল্য।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর