বাংলাহান্ট ডেস্ক : পার্থ চ্যাটার্জির শুনানির আবেদন ফিরিয়ে দিল শীর্ষ আদালত। আবেদনে একাধিক ভুল থাকার কারণে আবেদনপত্রটি সুপ্রিম কোর্টে বাতিল করে দেন। আর সেই কারণেই পার্থ চ্যাটার্জির দাখিল করা আবেদনের জরুরি শুনানি হচ্ছে না শীর্ষ আদালতে।
১৯ মে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেন পার্থ চ্যাটার্জি । কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এই SLP দাখিল করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী আবেদনেই রয়েছে একাধিক ত্রুটি। তাই শুনানির আগে আদালত থাকে সেই ত্রুটিগুলি সংশোধন করতে বলা হলো পার্থ চ্যাটার্জিকে। সংশোধনের পর জরুরির শুনানির জন্য আবার নতুন করে সুপ্রিম কোর্টের ভ্যাকেশন বেঞ্চের দ্বারস্থ হতে হবে পার্থ চ্যাটার্জিকে।
প্রসঙ্গত, SSC নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ CBI তদন্ত নিয়ে সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে। তারপরই সিঙ্গল বেঞ্চ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে CBI দফতরে হাজিরা দিতে নির্দেশ দেয় । নেই নির্দেশ অনুযায়ী বুধবারে প্রথমবার CBI জেরায় উপস্থিত হন পার্থ চট্টোপাধ্যায়।
২৫ তারিখে একসপ্তাহের মাথায় দ্বিতীয়বার CBI দফতরে পার্থ চ্যাটার্জি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা SSC নিয়োগ দুর্নীতি নিয়ে তাঁকে জেরা করে। স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগে দুর্নীতির মামলায়, বুধবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।
সিবিআই সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে মূলত তিনটি পয়েন্ট ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। SSC’র উপদেষ্টা কমিটি শিক্ষক নিয়োগ এবং আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সিবিআই সূত্রে দাবি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয় স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটি কেন তৈরি হয়েছিল? কার নির্দেশে, কীভাবে এই কমিটি গঠন করা হয়েছিল? কমিটির সদস্য কারা হবেন, সেটা কারা ঠিক করেছিল?
সিবিআই সূত্রে দাবি, নিয়োগ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কী নিয়ম মানা হয়েছিল? শিক্ষামন্ত্রী হিসেবে তিনি কী কী বিষয় দেখতেন? বুধবারই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, আর্থিক দুর্নীতি খুঁজে বার করার ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাতে কোনও ভুল নেই। সিবিআই সূত্রে দাবি, আর্থিক দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয় এনিয়ে তাঁর কী বক্তব্য? তাঁকে কে রিপোর্ট করত? সিবিআই সূত্রে দাবি, বেশিরভাগ প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, সবকিছু নিয়ম মেনে হয়েছে। কিছু প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঠিক বলতে পারছি না। কিছু প্রশ্নের জবাবে, সংশ্লিষ্ট বিষয় মনে নেই বলেও মন্তব্য করেন তিনি।ওদিকে মঙ্গলবারই আয়কর দফতরের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছে CBI।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার