বাংলা হান্ট ডেস্ক: দুপুরের সময় রাস্তায় একাকী হেঁটে গেলে সঙ্গী হিসেবে থাকে আমাদের ছায়া। তবে, শুধু মানুষেরই নয়, বরং পশু-পাখি থেকে শুরু করে জড় বস্তু সবকিছুরই ছায়া পরিলক্ষিত হয়। কিন্তু, এবার এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে কলকাতা। অর্থাৎ, দু’দিন যাবৎ কার্যত ছায়াহীন থাকবে এই শহর।
সহজভাবে বললে বলতে হয়, ওই দু’দিন মাথার ওপর গনগনে সূর্য থাকলেও মানুষ-পশুপাখি, এমনকি, জড়বস্তুসহ কোনো কিছুরই পড়বে না ছায়া। জানা গিয়েছে যে, আগামী ৫ জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবসের দিনেই ছায়াহীন হতে চলেছে রাজধানী শহর কলকাতা। তবে, শুধু সেইদিনই নয়, বরং এই ঘটনা পরিলক্ষিত হবে আরও একদিন। আগামী ৭ জুলাইও এই ঘটনা ঘটবে বলে জানা গিয়েছে।
সূত্র অনুযায়ী, বেলা ১১টা ৩৪ মিনিট বাজার পরেই রীতিমত উধাও হয়ে যাবে সমস্ত ছায়া। আর এভাবেই শহরবাসী চাক্ষুস করবে ছায়াহীন (Zero Shadow Day) দিনের। যদিও, এই ঘটনা কিন্তু কোনো অলৌকিক বা অস্বাভাবিক ঘটনা নয়। বরং এর পেছনে লুকিয়ে রয়েছে আস্ত এক বৈজ্ঞানিক কারণ। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় “জিরো শ্যাডো ডে”। মূলত, ভূ-বিজ্ঞানের নিয়ম অনুসারে ঘটা এই ঘটনা হল পুরোপুরি মহাজাগতিক।
কেন ঘটবে ছায়াহীন দিন?
জানা গিয়েছে যে, সূর্য ও পৃথিবীর কোনো অঞ্চল যখন একই বিন্দুতে অবস্থান করে সেক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে। মূলত, উত্তরায়ণ ও দক্ষিণায়নের সময় বছরে দু’বার এই ঘটনা ঘটে। কর্কটক্রান্তি রেখার দক্ষিণে অবস্থিত কোনো এলাকায় সূর্যের উত্তরায়ণ (২২ ডিসেম্বর থেকে ২১ জুন) ও দক্ষিণায়নের (২১ জুন থেকে ২২ ডিসেম্বর) সময় পৃথিবীপৃষ্ঠ সূর্যের সঙ্গে নির্দিষ্ট কৌণিক অবস্থানে (২৩.৫ ডিগ্রি) হেলে থাকলে এমন ছায়াহীন দিন পরিলক্ষিত হয়।
পাশাপাশি, আরও জানা গিয়েছে যে, পৃথিবীপৃষ্ঠ সূর্যের সঙ্গে ২৩.৫ ডিগ্রি কোণে হেলে থাকার কারণে সূর্যের আলো সরাসরি উল্লম্বভাবে পড়ে। ফলে প্রত্যেকের ক্ষেত্রে ছায়া তার পায়ের কাছে দেখা যাবে অর্থাৎ, পাশে পড়বে না ছায়া। এমতাবস্থায়, মনে হবে সেখানে কোনো ছায়ার উপস্থিতি নেই।