বাংলা হান্ট ডেস্কঃ এদিন উত্তরপ্রদেশের কানপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে পুলিশের সংঘর্ষে বাধে। এমনকি পুলিশের ওপর পাথর ছোড়ার ঘটনা পর্যন্ত সামনে উঠে আসে। বর্তমানে এই ঘটনায় 2 জন আহত হয়েছে বলে খবর। পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত হয়ে রয়েছে।
সূত্রের খবর, এদিন এলাকায় নামাজ পড়ার পর বাজার বন্ধ করতে আসে একদল মানুষ আর তারপর সেই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং গোটা ঘটনায় দুজন গুরুতর জখম হয়। পরবর্তীতে পুলিশ তাদের বাধা দেওয়ার জন্য আসলে উল্টে পুলিশকে উদ্দেশ্য করে পাথর ছোড়া হয়।
জানা গিয়েছে, এদিন নামাজ শেষ হওয়ার পর বাজার বন্ধ করতে আসে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আর অপরদিকে তাদের আটকাতে যায় আরেক পক্ষ। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়। সেই সময় একে অপরকে লক্ষ্য করে পাথর ছোড়ে তারা। এদিন বিজেপির মুখপাত্র নুপুর শর্মার বক্তব্যর প্রতিবাদে মুসলিম সংগঠনগুলি বাজার বনধের ডাক তোলে আর সেখানেই ঘটে যায় বিপত্তি। ঘটনার খবর পেয়ে সেখানে এসে হাজির হয় পুলিশ এবং পরবর্তীকালে অভিযুক্তদের ওপর লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস পর্যন্ত ছোড়া হয়।
বর্তমানে গোটা এলাকায় বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। সূত্রের খবর, সম্প্রতি বিজেপি মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে এদিন বাজার দোকান বন্ধ করার ঘোষণা করে সংখ্যালঘু সংগঠন। তবে সেই পথে অগ্রসর হওয়া মাত্র দুই পক্ষের মধ্যে উত্তেজনা মূলক পরিস্থিতির সৃষ্টি হয়। এমনকি গণ্ডগোলের সময় বেশ কিছু দুষ্কৃতীরা গুলি চালায় বলেও অভিযোগ।
উল্লেখ্য, আজ কানপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অনুষ্ঠান করার কথা রয়েছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে এহেন উত্তেজনা মূলক ঘটনা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। তবে পুলিশ প্রধানের কথায়, “এলাকায় বর্তমানে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আমরা দ্রুত অভিযুক্তদের হেফাজতে নিতে চলেছি।”