নিজেকে ‘মোক্সা’ বলে দাবি করেন, রইল গ্রেফতার রোদ্দুর রায়ের আসল নাম, পড়াশোনা, পেশার তথ‍্য

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়া সেনসেশন রোদ্দু্র রায় (Roddur Roy)। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে অশ্লীল গালিগালাজ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। তবে রোদ্দুর রায়কে নিয়ে মাতামাতি অনেক আগে থেকেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে বিকৃত করে গেয়ে রাতারাতি চর্চায় চলে এসেছিলেন তিনি।

রোদ্দুর রায়কে দেখে অনুপ্রাণিত হয়ে পিঠে আবির দিয়ে অশ্লীল ভাবে রবীন্দ্রসঙ্গীতের লাইন লিখে বিপদে পড়েছিল কয়েকজন কলেজ পড়ুয়া। সেই রোদ্দুর রায় পরবর্তীতে আরো অনেক বিতর্কেই জড়িয়েছেন। তবে গ্রেফতারি এই প্রথম।

IMG 20220607 151249
কে এই রোদ্দুর রায়? তাঁর আসল নাম অনির্বাণ রায়। নিজেকে ‘মোক্সা’ ঘরানার বলে দাবি করেন তিনি। অর্থাৎ তিনি মুক্তি, প্রেম ও শান্তির প্রতিষ্ঠা করতে চান। এই বিষয়ে বাংলায় ‘মোক্সা রেনেসাঁ’ নামে একটি উপন‍্যাসও লিখেছেন তিনি। কবিতাও লেখেন রোদ্দুর রায়‌। তাঁর গানের মতো সেসব কবিতার নাম শুনলেও চোখ কপালে উঠবে।

জানিয়ে রাখি, রোদ্দুর রায়ের পড়াশোনা এবং পেশাগত জীবনের ইতিহাস কিন্তু যথেষ্ট চমকপ্রদ। তিনি পূর্ব মেদিনীপুরের রামনগর কলেজ থেকে স্নাতক পাশ করেন। দিল্লিতে আইটি সেক্টরে কিছুদিন কাজও করেছেন। পরে সেই চাকরি ছেড়ে দেন। জানা যায়, তিনি চেতনা বিজ্ঞান নিয়ে গবেষণা করেন। তাঁর কথা বলা বা গানের ভাষা ওই গবেষণারই অংশ বলেও মত অনেকের।

roddur roy 1
মনোবিজ্ঞানের উপরে রোদ্দুর রায়ের লেখা একটি বই রয়েছে। নাম ‘অ্যান্ড স্টেলা টার্নস আ মম’। লিটল ম‍্যাগাজিন আন্দোলনের বেশ পরিচিত মুখ রোদ্দুর রায়। নিজেকে তিনি ‘বিশ‍্যোকোবি’ বলে দাবি করেন।

এর আগে রবীন্দ্রনাথকে ‘দাদু’ বলে উল্লেখ করে তিনি বলেছিলেন, রবিদাদু, বিঠোফেন দাদু, জীবনদা বা সুকুমার রায় এঁদের প্রতি আমার অসীম প্রেম আছে। এঁদের কিন্তু আমি মানুষ বলে কখনও চিনতে পারিনি। এঁদের কাজের ওপর তাঁদের আত্মার যে প্রতিফলন সেই কাজগুলো আমায় স্পর্শ করেছে। তাঁদের সঙ্গে নিজের আত্মাকে আমি জুড়তে পেরেছি।

Niranjana Nag

সম্পর্কিত খবর