বাংলাহান্ট ডেস্ক: যেখানে ট্রেন্ডিং বিষয় সেখানেই স্যান্ডি সাহা (Sandy Saha)। আর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় উচ্চমাধ্যমিকে (Higher Secondary) অকৃতকার্য ছাত্রছাত্রীদের আন্দোলন। অতি সম্প্রতি উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। যারা অকৃতকার্য হয়েছে তারা পাশ করিয়ে দেওয়ার দাবিতে ধর্নায় বসেছে। কিছু ছাত্রছাত্রীর কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে আপাতত হাসাহাসি চলছে নেটপাড়ায়। মজা করতে ছাড়েননি স্যান্ডিও।
বিভিন্ন জেলায় পাশের দাবিতে রাস্তায় বসে স্লোগান তুলছে অকৃতকার্য ছাত্রছাত্রীরা। তাদের যখন কিছু অতি সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে তারা সেটাও বলতে পারছে না। ইংরেজিতে পাশ না করানোর জন্য সোচ্চার হওয়া এমনি একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল ইংরেজিতে ‘আমব্রেলা’র বানান। একাধিক বার ভুল বানান বলেছেন সেই ছাত্রী। বিষয়টি নিয়ে ট্রোল শুরু করেছে নেটিজেনদের একাংশ।
অনেকেই বলছেন, এই বানানগুলি শিক্ষার প্রথম ধাপেই শেখানো হয়। একজন উচ্চমাধ্যমিকের ছাত্রী আমব্রেলা বানান বলতে পারছেন না! এদের ইংরেজিতে ফেল করাই উচিত। একহাত নিয়েছেন স্যান্ডিও। ভিডিও শেয়ার করে তাঁর কটাক্ষ, এত সাধারণ একটা বানান বলতে পারছে না, এদের আবার ইংরেজিতে পাশ করাতে হবে!
এখানেই থামেননি স্যান্ডি। নিজেই তিনটি ‘আমরেলা’ (পড়ুন আমব্রেলা) নিয়ে নেমে পড়েছেন। দুটি ছাতা দিয়ে ঢেকেছেন শরীর। আর একটি ছাতা কায়দা করে বাগিয়ে মাথার উপরে ধরেছেন। সঙ্গে তাঁর বার্তা, ‘আমিও আন্দোলনে নামলাম, ডিডি কে পাশ করানো ইংরেজী তে, নালে Amrela ছুড়ে মারবো কিন্তু’।
নেটিজেনরা হেসে গড়াগড়ি খাচ্ছেন স্যান্ডির কাণ্ড দেখে। কেউ বলছেন, দুয়ারে আমরেলা। আবার কেউ বলছেন, ছাতা নিয়ে যে এমন সব পোজও হয় তা স্যান্ডি না থাকলে কেউ জানতেই পারতেন না। সব মিলিয়ে নেটপাড়ায় এখন ‘আমরেলা কাণ্ড’।