পিয়ালির মাউন্ট এভারেস্ট জয়ের পর ইতিহাস গড়ার অপেক্ষায় আরও এক বাঙালি কন্যা, এবার লক্ষ্য K2

বাংলাহান্ট ডেস্ক : মাউন্ট এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কে টু। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮,৮১১ মিটার। হিমালয় পর্বতমালার কারাকোরাম পর্বত রেঞ্জের অন্তর্গত এই পর্বতশৃঙ্গটি পাক অধিকৃত কাশ্মীরের গিলগিত-বালতিস্তান ও চীনের জিংজিয়ানের তাক্সকোরগান সীমান্তে অবস্থিত। এবার সেই শৃঙ্গেই পারি জমাতে চলেছেন বাংলাদেশের মেয়ে ওয়াসফিয়া নাজরিন। কেটু এক্সপিডিশনের জন্য ইসলামাবাদে পৌঁছে গিয়েছেন তিনি।

কয়েকদিন আগে নিজেই সোশ্যাল মিডিয়ায় খবর জানান ওয়াসফিয়া। গত সপ্তাহে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ইসলামাবাদ থেকে আপনাদের সবাইকে সালাম। গত ১০ বছরের দেখা স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। দেশ স্বাধীন হওয়ার পর গত ৫০ বছরে প্রথম বাংলাদেশি হিসেবে পাকিস্তান সরকারের ইস্যু করা মাউন্টেনিয়ারিং এবং ট্রেকিং পারমিশন পেয়েছি। অনেকগুলো মানুষের ধন্যবাদ প্রাপ্য এজন্য। তবে তার আগে অবশ্যই আমাকে ঘুমিয়ে নিতে হবে কারণ সামনে দীর্ঘ দুই মাসের কঠিন এক জার্নি অপেক্ষা করছে।’

তিনি আরো লিখেছেন,’ গোটা ব্যাপারটাই স্বপ্নের মতো। আমি নিজেকে নিয়ে খুব গর্ব বোধ করছি, অনেক প্রতিকূল পরিস্থিতির সামনে এলেও আমি হাল ছাড়িনি। আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ-নেপাল-চীন ও যুক্তরাষ্ট্রকে অনেক অনেক ধন্যবাদ। গতকাল তিনি ফের লেখেন, ‘ডাউন স্যুট এখনো কাস্টমসে আটকা… বাকি সব গিয়ার রেডি, ইসলামাবাদ হয়ে স্কার্দুর কার্গোর জন্য! আগামী আড়াই মাস, এই একই কাপড়, গোসলবিহীন, চোগোরি ~ অর্থাৎ কেটুর কোলে!’

IMG 20220615 WA0001

দামি ফেদার দিয়ে তৈরি, পা থেকে মাথা পর্যন্ত যে পোশাকটি পরে উঁচু পর্বতশৃঙ্গগুলিতে অভিযান চলে, সেগুলিকেই বলা হয় ডাউন স্যুট। সেই পোশাকটি এখনও হাতে পাননি ওয়াসপিয়া, তাই এখনও তিনি রয়েছেন ইসলামাবাদেই। সেটি এসে গেলেই রওনা দেবেন অভিযানে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর