বাংলা হান্ট নিউজ ডেস্ক: ১০৫ বছর বয়স নাগাদ আপনি কি করবেন এই সময়ে? প্রশ্নটা শুনে মনে হতেই পারে যে অত বছর অবধি আদেও কি বাঁচবো! কিন্তু হরিয়ানার এই বৃদ্ধা ১০৫ বছর বয়সে যা করলেন তা শুনে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ভদোদরায় আয়োজিত ওপেন মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪৫.৪০ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে দেখিয়েছেন হরিয়ানার বৃদ্ধা রামবাই।
শুধু দৌড়ানো নয়, ওই প্রতিযোগিতায় ১০০ এবং ২০০ মিটারে সোনা জিতেছেন রামবাই। ৪৫.৪০ সেকেন্ডে এবং ১ মিনিট ৫২ সেকেন্ডে যথাক্রমে দুটি প্রতিযোগিতায় সোনা জিতেছেন তিনিই। মজার ব্যাপার হলো তিনি ১০০ বছরের বেশি বয়সী দের বিভাগে নাম লিখিয়েছিলেন। যেখানে তিনিই একমাত্র প্রতিযোগী ছিলেন।
#Vadodara #Rambai pic.twitter.com/C6Xa4frggV
— Kunal 🖤 (@Kunalistic) June 21, 2022
ফলে স্বাভাবিকভাবে জেতা বা হারা নয়, তিনি দৌড় শেষ করতে পারেন কিনা সেটাই ছিল তার পরীক্ষা এবং সেই চ্যালেঞ্জে সসম্মানে উত্তীর্ণ হয়েছেন রামবাই। এই কীর্তি গড়ে নিজেও খুব খুশি হরিয়ানার এই বৃদ্ধা।
তার দৌড় শেষ হওয়ামাত্র হাজার হাজার দর্শকরা সেখানে করতালি দিয়ে তাকে অভিবাদন জানান। অনেকে তার সাথে সেলফিও তোলেন। তিনি নিজে জানিয়েছেন, “আমি আবার দৌড়তে চাই, আমাকে যদি কেউ সুযোগ দেয় তাহলে আমি তৈরি।”