গবেষণার নামে ছাত্রীকে কোয়ার্টারে ডেকে ধর্ষণের চেষ্টা অধ্যাপকের! শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য ক্রমাগত বেড়ে চলেছে নারী নির্যাতনের ঘটনা। একবিংশ শতকে দাঁড়িয়েও তিলোত্তমার বুকে ধর্ষণের ঘটনা রীতিমতো ভয় ধরাচ্ছে আমজনতার মনে। এই পরিস্থিতিতে ফের খবরের শিরোনামে উঠে এল শহরের একটি নামজাদা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর ওপর যৌন নির্যাতনের ঘটনা। অভিযোগের তির যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে। ইতিমধ্যেই নির্যাতিত ছাত্রী যাদবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন বলেই জানা গেছে।

জানা গিয়েছে, এমন অমানবিক এবং নিন্দনীয় ঘটনাটি শনিবার দুপুরে ঘটে। ইন্টারন্যাশানাল রিলেশন বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে সরব ছাত্রীর কথায়, যে অধ্যাপকের অধীনে তিনি গবেষণা করছিলেন সেই অধ্যাপক তাকে অধ্যাপকের নিজস্ব কোয়ার্টারে গবেষণাপত্র নিয়ে আলোচনার জন্য ডেকে নিয়ে গিয়ে তাকে শ্লীলতাহানি করেন। এমনকি অধ্যাপক তাকে বলপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলেও অভিযোগ জানান ওই ছাত্রী। শুধু তাই নয় ছাত্রীর আরো সংযোজন, তিনি নিজের সম্মান রক্ষা করার জন্য কোনো রকমে পালিয়ে আসেন অধ্যাপকের কোয়ার্টার থেকে।

sex rape

সূত্রের খবর, চূড়ান্তভাবে অসম্মানিত এবং নিগৃহীত ওই ছাত্রী এরপরই ছুটে যান যাদবপুর থানায়। ইতিমধ্যেই, ওই অধ্যাপকের বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গিয়েছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনরকম মন্তব্য পাওয়া যায়নি।

পাশাপাশি এখনো পর্যন্ত মুখ খুলতে নারাজ ওই অভিযুক্ত অধ্যাপক। তবে, এমন নিন্দনীয় ঘটনার জেরে শোরগোল পড়ে গিয়েছে শিক্ষামহলে। খবর চাউর হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে। শুধু তাই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের মধ্যে নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর