ফের একটি সরকারি কোম্পানির মালিকানা পাচ্ছে টাটা গ্রুপ! জুলাই থেকেই হবে দায়িত্ব হস্তান্তর

বাংলা হান্ট ডেস্ক: এবার আরও একটি সরকারি কোম্পানির মালিকানা নিতে চলেছে টাটা। জানা গিয়েছে, ওড়িশায় স্থিত নীলাচল ইস্পাত নিগম লিমিটেড (NINL)-কে টাটা গ্রুপের একটি সংস্থার কাছে হস্তান্তরের কাজ জুলাইয়ের মাঝামাঝি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

মূলত, টাটা স্টিলের ইউনিট Tata Steel Long Products (TSLP), চলতি বছরের জানুয়ারিতে ১২,১০০ কোটি টাকার বিনিময়ে NINL-এর ৯৩.৭১ শতাংশ অংশীদারিত্ব অর্জনের জন্য একটি বিড জিতেছিল৷ জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড, নলওয়া স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড এবং জেএসডব্লিউ স্টিল লিমিটেডের একটি দলকে পিছনে ফেলে সংস্থাটি এই সাফল্য অর্জন করে।

লেনদেন চূড়ান্ত পর্যায়ে রয়েছে:
এই প্রসঙ্গে একজন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, “এই সংক্রান্ত লেনদেনটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং স্থানান্তরটি আগামী মাসের মাঝামাঝি হতে পারে।” যেহেতু, এই কোম্পানির সাথে সরকারের আর কোনো অংশীদারিত্ব নেই তাই, লাভও সরকারের কোষাগারে জমা হবেনা। এমতাবস্থায়, চারটি CPSE এবং দু’টি PSU-তে ওড়িশা সরকারের কাছে যাবে।

Ninl

কোম্পানির উপর বিশাল ঋণ:
প্রসঙ্গত উল্লেখ্য যে, নীলাচল ইস্পাত নিগম লিমিটেডের ১.১ মেট্রিক টন ক্ষমতাবিশিষ্ট ওড়িশার কলিঙ্গনগরে একটি সমন্বিত ইস্পাত প্ল্যান্ট রয়েছে। কিন্তু, এই সরকারি সংস্থাটি বিশাল লোকসানে চলছে। এমনকি, এই প্ল্যান্টটি ২০২০-র ৩০ মার্চ থেকে বন্ধও রয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই ২০২১ এর ৩১ মার্চ পর্যন্ত ৬,৬০০ কোটি টাকার বেশি ঋণ রয়েছে এই সংস্থার। যার মধ্যে প্রোমোটারদের ৪,১১৬ কোটি টাকা ছাড়াও ব্যাঙ্ক ও অন্যান্য পাওনাদারদের ১,৭৪১ কোটি টাকা ও কর্মচারীদের বেতনের বিশাল অঙ্কের বকেয়া রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর