এমাস থেকেই গোটা দেশে মোবাইল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা! চলবে না ইন্টারনেটও

বাংলাহান্ট ডেস্ক : চরম আর্থিক সংকটে জেরবার পাকিস্তান। এর সঙ্গেই যুক্ত হয়েছে শক্তি সংকটও। বিদ্যুৎ নেই পাকিস্তানে। রাত ৯টার পর অন্ধকারে ডুবছে রাজধানী ইসলামাবাদও। এরমধ্যেই এল আরেক খারাপ খবর। বন্ধ হয়ে যেতে পারে ইন্টারনেট পরিষেবাও। ইতিমধ্যেই জবাব দিয়ে দিয়েছেন টেলিকম অপারেটররা। তাঁরা আশঙ্কা করেছেন, বিদ্যুৎ সংকটের কারণে যেকোনও মুহুর্তে বিচ্ছিন্ন হবে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা।

গত বৃহস্পতিবারই পাকিস্তানের ন্যাশানাল ইনফরমেশন টেকনোলজি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ‘পাকিস্তানের টেলিকম অপারেটর মোবাইল পরিষেবা এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়া নিয়ে সতর্ক করেছে। দিনের পর দিন বিদ্যুৎ সংকট মারাত্মক প্রভাব ফেলেছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবায়। পাকিস্তানের প্রধান মন্ত্রী শাহবাজ শরিফ তাঁর বক্তব্যে বলেন, জুলাই মাসে বাড়তে পারে বিদ্যুৎ সংকট। বাড়তে পারে লোডশেডিংও। যে পরিমাণ তরল প্রাকৃতিক গ্যাসের প্রয়োজন তাও যথেষ্ট পরিমানে পাওয়া যাচ্ছে না। পাকিস্তান সরকার চেষ্টা করলেও তা যথেষ্ট নয়। তাই পাকিস্তানের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই মনে করছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, জুন মাসে পাকিস্তানের মাসিক জ্বালানির আমদানি সর্বনিম্ন ছিল। বিদ্যুতের প্রবল চাহিদা থাকলেও এলএনজি কেনার মতো সামর্থ নেই পাকিস্তানের। বিদ্যুৎ সংকটের মোকাবিলা করতে একাধিক পদক্ষেপ করেছে পাকিস্তান। অফিস আদালত খোলা থাকছে সপ্তাহে চারদিন। বন্ধ করা হয়েছে একাধিক শপিং মলও। বিশ্ব বাজারে পাকিস্তানের ধার হয়েছে বহু টাকাই। তাই নতুন করে টাকা পাওয়ার সম্ভবনাও কম। এই অবস্থায়য় অন্ধকারে ডুবে যাওয়ার সাথে সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ারও আশঙ্কা করছেন অনেকেই।


Sudipto

সম্পর্কিত খবর