অপেক্ষার অবসান! এই দিনেই যাত্রা শুরু হতে পারে শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। সোমবারেই শিয়ালদহ মেট্রো স্টেশন (Sealdah Metro Station) দিয়ে গড়াতে পারে মেট্রো রেলের চাকা। কলকাতা মেট্রোরেলের শীর্ষ স্তর থেকে ‘গ্রিন সিগন্যাল’ আসতেই জোর গুঞ্জন শুরু হয়েছে মেট্রো ভবনের অন্দরেই৷ সোমবার থেকেই যাত্রীরা শিয়ালদহে মেট্রোয় যাতায়াত করতে পারবেন বলেই সূত্রের খবর।

এর পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) হাত ধরে বহুপ্রতিক্ষীত এই শিয়ালদহ মেট্রোর উদ্বোধনের প্রবল সম্ভাবনা আছে। অন্যথায়, রেল মন্ত্রকের অনুমতি নিয়েই যাত্রী পরিষেবা শুরু করে দেওয়া হতে পারে। সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন হলে মঙ্গলবার কিংবা বুধবার থেকেই যাত্রীদের জন্য শিয়ালদহ মেট্রোর দরজা খুলে যাবে। সব মিলিয়ে, শিয়ালদহ মেট্রো স্টেশনের শেষ মুহূর্তে প্রস্তুতিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।

ইতিমধ্যেই মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরার তরফে জানানো হয়েছে, ‘‘আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি রেল বোর্ডের সঙ্গে। তারা অনুমতি দিলেই শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবা।’’ তার কথায়, কবে শুভ উদ্বোধন হবে সে দিকেই তিলোত্তমাবাসী তাকিয়ে আছে। সেই শুভক্ষণ সোমবার কিনা সকলের নজর এখন সেদিকেই।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় চার মাস আগে তৈরি হওয়া মেট্রো স্টেশনে নানান টালবাহানার কারণে মেট্রো চালানোর সম্ভব হয় নি। ফলে, সেই পরিস্থিতির জন্য শিয়ালদহ মেট্রো স্টেশন কমিশন অব রেলওয়ে সেফটি (সিআরএস) ছাড়পত্রের মেয়াদ হারায়। তখন আবার সেই মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন জানানো হয় শিয়ালদহ মেট্রোর তরফে। দীর্ঘ জটিলতার পর অবশেষে ফের অনুমোদন আসে সিআরএসের পক্ষ থেকে। তাই এবার তড়িঘড়ি শিয়ালদহ পর্যন্ত মেট্রো চালু করতে চাইছে রেল। এখন দেখার শেষ পর্যন্ত লাইনে চাকা গড়ায় কিনা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর