এবার বিল গেটসকে টপকে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি! পিছিয়ে গেলেন আম্বানিও

বাংলা হান্ট ডেস্ক: ফের বিশ্বের প্রথমসারির ধনকুবেরদের তালিকায় এবার বিরাট পরিবর্তন ঘটেছে। আর তা ঘটিয়েছেন ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি। ইতিমধ্যেই ফোর্বস বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে জানা গিয়েছে যে, গৌতম আদানি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে পেছনে ফেলে বর্তমানে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। পরিসংখ্যান অনুযায়ী, এখন আদানির মোট সম্পদের পরিমান ১১৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অপরদিকে, ১০২ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে বিল গেটস এই তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছেন।

আদানির থেকে এগিয়ে রয়েছেন এই তিন ধনকুবের: ফোর্বস বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী, মোট সম্পদের নিরিখে বর্তমানে বিশ্বের মাত্র তিনজন ব্যক্তি এখন আদানির চেয়ে এগিয়ে রয়েছেন। এই তালিকার শীর্ষে রয়েছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তাঁর মোট সম্পদের পরিমান হল ২২৯ বিলিয়ন ডলার। পাশাপাশি, এই তালিকার দুই নম্বরে রয়েছেন বার্নার্ড আরনল্ট এবং তাঁর পরিবার। তাঁর মোট সম্পদ হল ১৪৫ বিলিয়ন ডলার। পাশাপাশি, তৃতীয় স্থানে রয়েছেন আমেরিকান ই-কমার্স কোম্পানি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। বেজোসের মোট সম্পদের পরিমান হল ১৩৬ বিলিয়ন ডলার।

আদানি-আম্বানির মধ্যে ব্যবধান আরও বেড়েছে: ভারতের আরেক বিখ্যাত ধনকুবের মুকেশ আম্বানি দীর্ঘদিন যাবৎ ভারতের পাশাপাশি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পেয়েছিলেন। যদিও, বর্তমানে মোট সম্পদের দৌড়ে আদানির থেকে ক্রমাগত পিছিয়ে পড়ছেন আম্বানি। এই প্রসঙ্গে ফোর্বস বিলিয়নেয়ার ইনডেক্স অনুসারে জানা গিয়েছে, আম্বানি-আদানির মধ্যে এই ব্যবধান বেড়েছে ২৬ বিলিয়ন ডলারেরও বেশি। উল্লেখ্য যে, আম্বানির মোট সম্পদের পরিমান হল ৮৭ বিলিয়ন ডলার। পাশাপাশি, তিনি বর্তমানে ধনকুবেরদের তালিকায় দশম স্থানে রয়েছেন।

সম্পত্তি বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছেন আদানি: পরিসংখ্যান অনুযায়ী, গৌতম আদানি তাঁর সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে বর্তমানে শীর্ষে রয়েছেন। জানা গিয়েছে ২০২২ সালে, তাঁর সম্পদ প্রায় ২৩ বিলিয়ন ডলার বেড়েছে। এহেন সম্পদ বৃদ্ধি বিশ্বে আর কোনো ধনকুবেরের হয়নি। শুধু তাই নয়, ২০২১ এবং ২০২০ সালে আদানির সম্পদ প্রায় ৪০ বিলিয়ন ডলার করে বেড়েছে।

IMG 20210521 143708 1

সম্পদ বৃদ্ধির কারণ: গৌতম আদানির সম্পদ বৃদ্ধির সবচেয়ে বড় কারণ হল আদানি গ্রুপের শেয়ারের ক্রমাগত মূল্যবৃদ্ধি। সর্বোপরি, গত দুই বছরে আদানি গ্রুপের শেয়ারের মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আর তার ওপর ভর করেই মোট সম্পদের পরিমানও বৃদ্ধি পাচ্ছে আদানির।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর