যাকেই আমার পছন্দ হয় নুসরত তাঁর সঙ্গেই জুড়ে যায়! যশকে ভুলে এবার নিখিলের দিকে ঝুঁকলেন স‍্যান্ডি

বাংলাহান্ট ডেস্ক: মাস খানেক আগে পর্যন্তও যশ দাশগুপ্ত (Yash Dasgupta) বলতে পাগল ছিলেন স‍্যান্ডি সাহা (Sandy Saha)। সোশ‍্যাল মিডিয়ায় অভিনেতাকে প্রেম প্রস্তাব দেওয়া থেকে শুরু করে যশের হাতে সিঁদুর পরা। নিজেকে ‘ইয়াশিকা’ পরিচয় দিয়ে নুসরত জাহানকে (Nusrat Jahan) ‘সতীন’ আর ছোট্ট ঈশানকে বোনপো বলে দাবি করেছিলেন ইউটিউবার। কিন্তু এখন দৃশ‍্যটা অন‍্য রকম। যশকে আর পোষাচ্ছে না স‍্যান্ডির। বরং এখন নতুন প্রেম এসেছে তাঁর জীবনে। তিনিও কিন্তু নুসরতের সঙ্গেই সম্পর্কিত। অভিনেত্রীর প্রাক্তন স্বামী, নিখিল জৈন (Nikhil Jain)!

হ‍্যাঁ, ঠিকই পড়েছেন। যশের থেকে ফোকাস সরিয়ে এখন নিখিলে মজেছেন স‍্যান্ডি। সোশ‍্যাল মিডিয়ায় টুকরো ইঙ্গিতও ছুঁড়ে দিয়েছেন। খ‍্যাতনামা ব‍্যবসায়ীর একটি ছবিতে স‍্যান্ডির মন্তব‍্য, তাঁর উপরেই গোপন ক্রাশ ছিল তাঁর। এবার সুযোগ বুঝে সেটা বলে দিলেন।

Sandy
প্রথমে নুসরতের বর্তমান, আর এখন তাঁর প্রাক্তন! স‍্যান্ডি সময়ের পেছনে হাঁটছেন কেন? সংবাদ মাধ‍্যমের কাছে অবশ‍্য তাঁর নালিশ, তিনি নন, বরং তাঁর যাকেই পছন্দ হয় নুসরত এসে জুড়ে যান তাঁর সঙ্গে। যশকে কিন্তু তিনিই আগে প্রেম প্রস্তাব দিয়েছিলেন। হঠাৎ করে নুসরতের নজর পড়ে অভিনেতার উপরে। এখন স‍্যান্ডি নিখিলের দিকে ঝুঁকেছেন। এখন নুসরত কী করবেন তা নিয়েই চিন্তা তাঁর।

কিন্তু ‘ইয়াশিকা’র হঠাৎ যশের প্রতি বিরাগ? স‍্যান্ডি জানান, যশ তাঁর ক্রাশ ছিলেন না। হঠাৎ করেই প্রেমে পড়েছিলেন। কিন্তু বেশ কিছুদিন হল আর তেমন ভাল লাগে না। উপরন্তু সম্প্রতি ‘চিনেবাদাম’ ছবির মুক্তির আগে নিজের যে রূপটা যশ দেখিয়েছেন, তারপর থেকে আরোই মন উঠে গিয়েছে স‍্যান্ডির।

শুধু তাই নয়, ইউটিউবারের অভিযোগ, আগে তিনি সোশ‍্যাল মিডিয়ায় কমেন্ট করলে উত্তর দিতেন যশ। কিন্তু নুসরতকে পেতেই তাঁকে ভুলে গিয়েছেন অভিনেতা। তাতেই অভিমান হয়েছে স‍্যান্ডির। অন‍্যদিকে নিখিল যেমন সুপুরুষ, তেমনি বিনয়ী। নুসরতের সঙ্গে বিয়ের সময় থেকেই তাঁকে পছন্দ ছিল স‍্যান্ডির। শীঘ্রই সোশ‍্যাল মিডিয়ায় নিখিলকে প্রেম প্রস্তাব দেওয়ার কথাও ভেবে ফেলেছেন স‍্যান্ডি।

Niranjana Nag

সম্পর্কিত খবর