বাংলাহান্ট ডেস্ক: ভাগাড় কাণ্ডের (Bhagar) ভয়াবহতার কথা কেউ ভুলে যাননি নিশ্চয়ই। পাড়ার দোকান থেকে নামজাদা হোটেলের হেঁশেল পর্যন্ত হানা দিয়ে উদ্ধার করা হয়েছিল ভাগাড়ের মাংস! ভোজনপ্রেমী বাঙালির রসনা মাথায় ওঠার জোগাড় হয়েছিল। সেটা ২০১৮ সাল। চার বছর পর আবারো সেই ভয়াবহতা ফিরিয়ে আনছেন পরিচালক রাজদীপ ঘোষ, তাঁর নতুন ওয়েব সিরিজের মাধ্যমে।
সিরিজের নাম ‘ভাগাড়’। আদ্যোপান্ত রহস্য রোমাঞ্চের মোড়কে সমাজের উদ্দেশে বার্তাও দিয়েছেন পরিচালক এবং চিত্রনাট্যকার অম্লান মজুমদার। সিরিজের গল্পে মুখ্য চরিত্রে পরেশ এবং অনির্বাণ। মধ্যবিত্ত পরেশের কাহিনি খুবই করুণ। বিরিয়ানির মধ্যে ভাগাড়ের পচা বিড়ালের মাংস খেয়ে মৃত্যু হয় তার একমাত্র সন্তানের।
তারপর থেকেই ওলটপালট হয়ে যায় পরেশের গোটা জীবনটা। স্ত্রী তাঁর সামনেই অন্য পুরুষের সঙ্গে যৌনতায় মাতেন। কিন্তু ভীতু পরেশ নিজের হাতে নিজের প্রাণও কেড়ে নিতে পারেনা। তাই একটি খবর পড়ে সে দ্বারস্থ হয় সুপারি কিলার ইদ্রিশ আলির।
এই ইদ্রিশ আলি আবার ভাগাড়ের মাংস ব্যবসার অভিযোগে গ্রেফতার হওয়া সমাজ বিরোধীও। পাশাপাশি এক জাল বেবি ফুড বানানোর কারখানাও রয়েছে তার। পেশায় ইউটিউবার অনির্বাণ ভিডিও বানাতে গিয়ে খোঁজ পায় এই ইদ্রিশের।
‘ভাগাড়’ সিরিজের সবথেকে বড় চমক সম্ভবত সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) এবং ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) জুটি। টেলিভিশনের ‘বামাক্ষ্যাপা’র পর এবার ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন সব্যসাচী। পাশাপাশি এই সিরিজের মাধ্যমেই অভিনয়ে কামব্যাক করতে চলেছেন ক্যানসারজয়ী ঐন্দ্রিলা।
এঁরা দুজন ছাড়াও সিরিজে অভিনয় করছেন রজতাভ দত্ত, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, অম্লান মজুমদার, প্রীতম দাস, পূজা সরকার, সুমন্ত মুখোপাধ্যায়রা। চলতি মাস থেকেই ক্লিক ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে ‘ভাগাড়’ ওয়েব সিরিজ।