বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গরু পাচার মামলায় বীরভূমের জেলা সভাপতির সরাসরি যোগ থাকতে পারে বলে অনুমান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সেই সূত্রেই তাঁকে গ্রেফতার করে ইতিমধ্যে একের পর এক জিজ্ঞাসাবাদ করে চলেছে সিবিআই। একই সঙ্গে এই মামলায় উঠে এসেছে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal) নামও। তার নামে একাধিক কোম্পানি এবং জমির হদিশ মিলতেই এদিন অনুব্রত মণ্ডলের বোলপুরের (Bolpur) বাড়িতে হানা দেয় এক মহিলা সহ চার তদন্তকারী অফিসাররা। তবে এদিন এক প্রকার খালি হাতেই ফিরতে হলো সিবিআইকে। কেন্দ্রীয় এজেন্সিকে সুকন্যার সাফ জবাব, “কথা বলার মত মানসিক অবস্থা নেই আমার।” ফলে মাত্র ১০ মিনিটের মধ্যেই তৃণমূল নেতার বাড়ি থেকে বেরিয়ে আসে সিবিআই অফিসাররা।
উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের যোগসূত্র থাকতে পারে সন্দেহে সম্প্রতি গ্রেফতার করা হয় তাঁকে। এই মামলায় তৃণমূল নেতার দেহরক্ষী সায়গল হোসেনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তার থেকে পাওয়া একাধিক তথ্যের ভিত্তিতেই অনুব্রতকে জেরা করা হচ্ছে বলে খবর। এমনকি, সিবিআইয়ের তরফ থেকে সম্প্রতি হাইকোর্টে পেশ করা চার্জশিটে অনুব্রতর নামও উল্লেখ করা হয়েছে।
তবে সিবিআই সূত্রে খবর, এখনো পর্যন্ত তল্লাশি চালালেও অনুব্রতর নামে বিশাল সম্পত্তির খোঁজ মেলেনি। তবে অপরদিকে, তৃণমূল নেতার মেয়ের নামে ১০ টি কোম্পানির পাশাপাশি একাধিক জমি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে তারা। এসকল অ্যাকাউন্টগুলিতে কোটি কোটি টাকা আদানপ্রদান হতো বলেও দাবি সিবিআইয়ের। একজন শিক্ষিকার নামে এত বিপুল অর্থ কিভাবে থাকতে পারে, সে বিষয়ে সৃষ্টি হয়েছে বিস্তর জল্পনা। ফলে গরু পাচার মামলায় অনুব্রতর পাশাপাশি সুকন্যা মণ্ডলের কোনো যোগাযোগ রয়েছে কিনা, তা খোঁজ করতেই এদিন তাঁর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
সূত্রের খবর, এদিন মাত্র ১০ মিনিটের মধ্যেই এক প্রকার খালি হাতেই বেরিয়ে আসেন তদন্তকারী অফিসাররা। জানা গিয়েছে, সিবিআই প্রতিনিধিদের উদ্দেশ্যে এদিন সুকন্যা মণ্ডল সাফ জানান যে, কয়েকদিন আগেই তিনি তাঁর মাকে হারিয়েছেন এবং বাবা বর্তমানে হেফাজতে। তাই কোনো প্রশ্নের উত্তর দেবেন না তিনি। ফলে বর্তমানে বাবার মতোই তদন্তে এক প্রকার অসহযোগিতারই অভিযোগ উঠল সুকন্যার বিরুদ্ধে। তবে হাল ছাড়তে নারাজ সিবিআই। সূত্রের খবর, এদিন বৈঠকে বসে তদন্তের পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে আলোচনা করতে চলেছেন তারা।