সবাইকে মানিকের মতো করে দেব, পালিয়ে বেড়াবে! তৃণমূল নেতাদের হুঁশিয়ারি সৌমিত্রর

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, দ্বন্দ্ব ভুলে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)নেতা কুণাল ঘোষকে (Kunal Ghosh) ‘মামা’ বলে সম্বোধন করেছিলেন বিজেপি (Bharatiya Janata Party) সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। একই সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার আহ্বানও জানিয়েছিলেন আর তার কয়েক দিন কাটতে না কাটতেই ফের একবার সম্মুখ সমরে কুণাল-সৌমিত্র। নেপথ্যে বিজেপি নেতার একটি বেফাঁস মন্তব্য আর সেটিকে কটাক্ষ করে কুণালের জবাব, “পাগল ছাগলের কথায় গুরুত্ব দেওয়ার কারণ নেই।”

পূর্ব বর্ধমানের খন্ডঘোষে এদিন দলীয় অনুষ্ঠানে হাজির হয়ে তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে ক্ষোভ উগড়ে দেন সৌমিত্র খাঁ। প্রশাসনিক আধিকারিক সহ পুলিশ মহলকে কটাক্ষ করে তিনি বলেন, “দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে প্রত্যেককে মানিক ভট্টাচার্য করে দেওয়া হবে।” তাঁর এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলায় এসএসসি থেকে প্রাথমিক টেট, বালি এবং কয়লা পাচারসহ একাধিক দুর্নীতি মামলায় জেরবার শাসক দল। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডলরা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। একইসঙ্গে মানিক ভট্টাচার্য এবং অন্যান্য একাধিক নেতারাও সিবিআই ও ইডির নজরে উঠে এসেছেন। সেই প্রসঙ্গটিকে তুলে ধরে এদিন সৌমিত্র খাঁ বলেন, “বালি কেলেঙ্কারিতে যুক্ত রয়েছে কয়েকটি থানার ওসি। কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এখানে। আমি মুখ্য সচিবকে চিঠি দিয়েছি। বালি পাচার এবং অন্যান্য দুর্নীতি মামলায় প্রশাসনের যে সকল ব্যক্তিরা জড়িত রয়েছে, তাদের প্রত্যেককে শাস্তি দেওয়া হবে।”

এরপরেই মানিক ভট্টাচার্যের প্রসঙ্গ টেনে বিজেপি নেতা বলেন, “সবাইকে মানিক ভট্টাচার্য করে দেব। ও যেভাবে পালিয়ে বেড়াচ্ছে, দুর্নীতির সঙ্গে যুক্ত সকল ব্যক্তিকে সেভাবে পালিয়ে বেড়াতে হবে।” সৌমিত্রবাবুর এহেন মন্তব্যের পাল্টা দিয়ে কুণাল ঘোষ বলেন, “পাগল ছাগলের কথায় গুরুত্ব দেওয়ার কারণ নেই।”

saumitra khan bjp 1

উল্লেখ্য, প্রাথমিক টেট দুর্নীতি মামলায় বিগত কয়েকদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মানিক ভট্টাচার্য। অতীতে একাধিকবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তলব এড়িয়ে যান তিনি। গত কয়েকদিন ধরে মোবাইল ফোন বন্ধ থাকার পাশাপাশি তাঁর সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়ে ওঠেনি। এরপরেই সিবিআইয়ের তরফ থেকে মানিকের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়। একই সঙ্গে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। বিরোধীদের দাবি, গ্রেফতার হওয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মানিক ভট্টাচার্য আর এবার সেই প্রসঙ্গ টেনে সৌমিত্র খাঁ-এর মন্তব্য বঙ্গ রাজনীতিতে বিতর্ক আরো বাড়িয়ে তুলবে বলেই মত বিশেষজ্ঞদের।

Sayan Das

সম্পর্কিত খবর