T-20 বিশ্বকাপের জন্য বাছা স্কোয়াডে চমক দিলেন গৌতম গম্ভীর! এই তারকা ক্রিকেটারকে ছেঁটে ফেললেন দল থেকে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি এশিয়া কাপ যেন ভারতীয় দলের খামতিগুলিকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে প্রকাশ্যে এনে দিল। টুর্নামেন্ট শুরুর আগে যে ভারত এই প্রতিযোগিতার বিজয়ী হওয়ার জন্য ফেভারিট আখ্যা পেয়েছিল সেই ভারত এক ম্যাচ বাকি থাকতেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিল। অনেকেই হয়তো বলবেন ভারত সর্বশক্তির দল নিয়ে এশিয়া কাপে নামার সুযোগ পায়নি। কিন্তু এই দল একেবারে ফেলনা নয়, তা সকলেই মানতে বাধ্য হবেন।

তবে ভারতীয় দল বিশ্বকাপের আগে নিজেদের ভুলত্রুটি গুলি শুধরে নেওয়ার একটা সুযোগ পাচ্ছে। বিশ্বকাপের আগে নিজেদের ঘরের মাটিতে ছটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তারপর অস্ট্রেলিয়া উড়ে গিয়ে মূল প্রতিযোগিতায় নামার আগে আরও দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে তারা। রোহিত শর্মা এই ম্যাচগুলির মধ্যে দিয়ে বিশ্বকাপের নামার আগে ভারতীয় দলের যাবতীয় ভুলত্রুটি গুলি সারিয়ে ফেলতে চাইবেন।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই গৌতম গম্ভীর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ভারতীয় স্কোয়াড বেছে নিয়েছেন। একটা ব্যাপার সম্পর্কে সকলেই নিশ্চিত যে এশিয়া কাপ এবং বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডের মধ্যে বেশকিছু তফাৎ থাকবে। ১৫ জনের স্কোয়াডে নিয়ে অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারত।

গৌতম গম্ভীর নিজের পছন্দমত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াড বাছতে গিয়ে একটি বড় চমক দিয়েছেন। তার মতে অস্ট্রেলিয়ার পরিবেশের সুবিধা পাওয়ার জন্য গত আইপিএলে লখনউ সুপারজায়ান্টসের জার্সিতে নজরকাড়া মহসিন খানকে দলে রাখা যেতে পারে। প্রসঙ্গত গত আইপিএলে লখনউ দলের মেন্টর হিসেবে কাজ করেছিলেন গম্ভীর। তার চেয়েও বড় চমক হিসেবে গৌতম গম্ভীর নিজের বিশ্বকাপের স্কোয়াডে ভুবনেশ্বর কুমার এবং দীপক চাহারের নাম রাখেননি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গম্ভীরের বেছে নেওয়া ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশভ পন্থ, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, মহসিন খান।

Reetabrata Deb

সম্পর্কিত খবর