‘ওঁরা ক্ষমতায় আসলে কি করত, কল্পনা করে কেঁপে উঠি’, BJP-র নবান্ন অভিযানকে নিশানা অভিষেকের

বাংলা হান্ট ডেস্কঃ ‘বিজেপি ক্ষমতায় এলে কি করত, তা ভাবলে কেঁপে উঠি’, গতকাল বিজেপির (Bharatiya Janata Party) নবান্ন অভিযানকে কেন্দ্র করে এদিন এহেন ভাষাতেই কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একইসঙ্গে গোটা দেশবাসীর উদ্দেশ্যে বিজেপিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানালেন অভিষেক।

গতকাল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে নবান্ন অভিযানের ডাক দেয় বিজেপি। সেই ঘোষণা মত সকাল থেকেই শহরের পাশাপাশি জেলায় জেলায় ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। একদিকে গন্ডগোলের জেরে যেমন বহু বিজেপি কর্মী সমর্থকদের আটক করা হয়, আবার অপরদিকে বিরোধী দলের কর্মীদের বিরুদ্ধে পুলিশকে আহত করার অভিযোগ ওঠে। সব মিলিয়ে সারাদিন ধরেই সরগরম থাকে বঙ্গ রাজনীতি আর এদিন সেই প্রসঙ্গকে হাতিয়ার করে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন তৃণমূল নেতা টুইট করে লেখেন, “আমাদের আনন্দ নগরীতে বিজেপি গুন্ডারা কি করল, তা বাংলা সহ গোটা দেশ দেখলো। ওরা যদি ক্ষমতায় আসে, তাহলে কি করত, তা কল্পনা করলেই কেঁপে উঠতে হয়। বাংলা ওদেরকে প্রত্যাখ্যান করেছে। এই জন্য সকলকে ধন্যবাদ।” এরপরই ভারতবাসীর উদ্দেশ্যে বিজেপিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান অভিষেক।

একইসঙ্গে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটি ভিডিও পোস্ট করেন, যেখানে পুলিশের গাড়ি ভাঙচুর করার পাশাপাশি সেখানে আগুন জ্বালাতে দেখা গিয়েছে বিজেপি পতাকাধারী বেশ কয়েকজনকে।

21abhishek

উল্লেখ্য, গতকাল নবান্ন অভিযানকে ঘিরে শাসক বনাম বিরোধী দ্বন্দ্ব চরমে ওঠে। সকাল থেকেই একাধিক প্রান্তে গন্ডগোলের পাশাপাশি একদিকে যখন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায়কে আটক করা হয়, আবার অপরদিকে রাস্তায় অবরোধে বসে পড়েন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরবর্তীতে বিজেপির মিছিলকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “বেলুন ফুটো হয়ে গিয়েছে। ওদের মিছিলে লোক হয়নি।” আবার বিজেপি নেতা মন্ত্রীদেরও একাধিক বিতর্কিত মন্তব্য করতেও দেখা যায়। এর মাঝেই অভিষেকের টুইট সেই দ্বন্দ্বকে বৃদ্ধি করতে অনুঘটকের কাজ করবে বলেই মনে করা হচ্ছে।

Sayan Das

সম্পর্কিত খবর