বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুব ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় একটি কিন্ডারগার্ডেন স্কুলের ছাত্র তার শিক্ষিকার কাছে ক্ষমা চাইছে। অনেক বোঝানো সত্ত্বেও সেই শিক্ষিকা যখন তার প্রতি সদয় হচ্ছেন না তখন শিক্ষিকার গানে একটি চুমু এঁকে দেয় ছাত্রটি। অবশেষে সেই শিক্ষিকাও পাল্টা চুমু আঁকেন ছোট্ট ছাত্রের গালে।
শিক্ষিকা – ছাত্রের এই ছোট্ট ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। শিক্ষিকার কাছে ক্ষমা চাওয়া এই মিষ্টি ছাত্রটি ও শিক্ষিকা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে নেট মাধ্যমে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর এবার মুখ খুললেন প্রয়াগরাজের সেই শিক্ষিকা। সেই ঘটনার সম্পর্কে বলার সাথে সাথে তিনি প্রত্যেককে উপদেশ দিলেন কিভাবে ছোট বাচ্চাদের মন জয় করতে হয়।
শিক্ষিকা বিশাখা ত্রিপাঠি জানিয়েছেন, ছাত্রটি দুষ্টুমি করায় তার উপর রাগ করেছিলেন তিনি। এরপর সেই ছাত্রটি তার কাছে বিনম্র সুরে ক্ষমা প্রার্থনা করে। “সরি ম্যাডাম”, “আর কখনো হবে না”, “প্লিজ” ইত্যাদি শব্দ বলে সে শিক্ষিকার মন জয় করার চেষ্টা করে। এই ঘটনা চলাকালীন সেই মুহূর্তে ক্লাসে উপস্থিত ছিলেন অন্য এক শিক্ষিকা। তিনি তার মোবাইল ফোনে গোটা ঘটনাটি বন্দি করেন। এরপর সেই শিক্ষিকা তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিডিওটি শেয়ার করেন।
শিক্ষিকা জানিয়েছেন সেই মুহূর্তে তিনি ভাবতে পারেননি যে তার শেয়ার করাই ভিডিওটা এত মানুষের মন ছুঁয়ে যাবে। সবেমাত্র এক বছর এই স্কুলে যোগদান করা শিক্ষিকা প্রত্যেককে বলেছেন যে বাচ্চাদের সাথে তাদের মতো করে মিশতে হবে। তাদের প্রত্যেকটি চাওয়া পাওয়ার উপর খেয়াল রাখতে হবে। বাচ্চাদের ভালোবাসা দিলে তবেই তার পরিবর্তে ভালোবাসা ফেরত পাওয়া যাবে।