বাংলাহান্ট ডেস্ক : বাংলার বুকে এবার ভয় ধরানো খবর। অতীতেও পশ্চিমবঙ্গে জঙ্গি যোগের সন্ধান মিলেছিল। এবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স এর হাতে গ্রেফতার আলকায়দা জঙ্গি। জানা গেছে জঙ্গি সন্দেহে ধৃত যুবক পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা।উত্তরপ্রদেশের সাহারানপুরের মান্ডি থানা এলাকা থেকে এই যুবককে গ্রেফতার করা হয়েছে।
কিছুদিন আগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয় বাংলাদেশি আকিস জঙ্গি ফয়জল আহমেদ ওরফে শাহিদ মজুমদার। তাকে জেরা করার পর এই যুবকের সন্ধান পান গোয়েন্দারা। জানা গেছে ধৃত যুবক পড়াশুনার সূত্রে থাকতেন উত্তরপ্রদেশে। সেখানেই ভারতের আল কায়েদা জঙ্গি সংগঠন ‘আকিস’-এর খপ্পরে পড়েন তিনি।
গত বুধবার ব্যাঙ্কসাল আদালত ধৃতকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ জানিয়েছে,জঙ্গি সংগঠন ‘আকিস’-এর কাজই হল দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র – যুবকদের মগজ ধোলাই করে তাদের সংগঠনে যুক্ত করানো। এছাড়াও বিভিন্ন দেশ বিরোধী কাজের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর রাজ্য পুলিশের এসটিএফ (STF) মুম্বাই থেকে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে ৩০ বছর বয়সী যুবক ডায়মন্ড হারবারের বাসিন্দা সমীর হোসেন শেখকে গ্রেপ্তার করে।
জানা গেছে ধৃত সমীর হোসেন ডায়মন্ড হারবারে আবদালপুরের একটি মসজিদে ইমামতি কাজের সাথে যুক্ত ছিল। এর আড়ালে সে যুক্ত হয়ে পড়ে জঙ্গি কার্যকলাপের সাথে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বাংলার এক যুবককে জঙ্গি সন্দেহে গ্রেফতার রীতিমত উদ্বেগ বাড়িয়েছে পুলিশ প্রশাসনের। বলা বাহুল্য, সমগ্র ঘটনার খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে সারা রাজ্য জুড়ে।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…