অযোধ্যায় লতা মঙ্গেশকর স্মৃতি সৌধের উদ্বোধন আজ, হাজির থাকবেন যোগি, ভিডিও বার্তা দেবেন মোদি

বাংলাহান্ট ডেস্ক : আজ বুধবারই হতে চলেছে উত্তরপ্রদেশে নির্মিত সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) স্মৃতি সৌধের শুভ উদ্বোধন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ (Yogi Adityanath)এবং এবং কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জী কিশন রেড্ডি। জানা যাচ্ছে, এই অনুষ্ঠানে লতার ভাইপোও সস্ত্রীক উপস্থিত থাকবেন সেখানে।

এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। জানা যাচ্ছে, সকাল ১০ঃ৫০ মিনিটে শুরু হতে চলেছে এঔ বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে রামকথা উদ্যানকে সাজানোর কাজ শুরু হয়েছে মঙ্গলবার থেকেই। প্রশাসনিক আধিকারিকরাও ব্যস্ত হয়ে পর্যবেক্ষণ করছেন সমস্ত কর্মকাণ্ড।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের উদ্দেশ্যে বলেন, ‘আমি অত্যন্ত খুশি যে অযোধ্যায় একটি সৌধ তাঁর নামে রাখা হচ্ছে।’ এছাড়া জানা যাচ্ছে, রামনগরীর নয়াঘাট চৌরাস্তা এবার থেকে লতার নামেই পরিচিতি পাবে। অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধন হতে এই চৌরাস্তার। তারপর সমস্ত অতিথিরা অনুষ্ঠানেট মূল স্থল রামকথা উদ্যানে পৌঁছে যাবেন। এখানেই সম্মান জানানো হবে সুরের সাধিকাকে। তারপর গায়িকার ভাইপো আদিনাথ মঙ্গেশকর এবং তাঁর স্ত্রী কৃষ্ণা মঙ্গেশকরকে স্বাগত জনানো হবে বলেই খবর। এই অনুষ্ঠানে লতার ভজন পরিবেশন করবেন মহারাষ্ট্রের বিখ্যাত গায়িকা সাওনি রবিন্দ্র।

অযোধ্যা শোধ সংস্থান দ্বারা প্রকাশিত ‘গ্লোবাল এনসাইক্লোপিডিয়া অফ রামায়ণ’-র ১১ টি বইও এদিন উদ্বোধনে করা হবে বলে সরকার সূত্রে খবর। এরই মধ্যে সম্প্রসারিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিওবার্তা। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অধ্যক্ষ মহন্ত নৃত্যগোপাল দাস, উত্তরপ্রদেশের পর্যটন এবং সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং, সাংসদ লালু সিং, বিধায়ক বেদপ্রকাশ গুপ্তা প্রমুখ গন্যমান্য ব্যক্তিরাও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।

কী কী বিশেষত্ব রয়েছে এই স্মৃতি সৌধে?

১) লতা মঙ্গেশকর স্মৃতি সৌধ তৈরি করতে খরচ হয়েছে ৭.৯ কোটি টাকা।
২) সৌধে শোন যাবে লতা মঙ্গেশকরের ভজন।
৩) একটি সুবিশাল বীণা প্রতিষ্ঠা করা হবে।
৪) বীণাটি ১০.৪ মিটার লম্বা এবং ১২ মিটার উঁচু।
৫) ১৪ টন ওজনের এই বীণা তৈরি করেছেন ৭০ জন কর্মী।
৬) কাঁসা এবং ইস্পাত দিয়ে প্রায় এক মাসের পরিশ্রমে তৈরি হয়েছে এই বীণা।
৭) পদ্ম পুরস্কার প্রাপক রাম সুতার এই বীণার নকশা তৈরি করেছেন।

Sudipto

সম্পর্কিত খবর