‘ঠেকুয়া ভালোবাসি, তবে বেশি খেলে মোটা হয়ে যাব’, ছটপুজোয় ঠেকুয়া-প্রীতি জাহির মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ ছটপুজো (Chhath Puja) উপলক্ষে বিহারীদের প্রসাদ ‘ঠেকুয়া’ খেতে কে না ভালোবাসেন! বিহারীদের পাশাপাশি বাঙালিদেরও পছন্দের খাবার এই ঠেকুয়া। সেই তালিকা থেকে এবার বাদ গেলেন না স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। তবে পাছে তাঁর ভয়, “বেশি খেলে মোটা হয়ে যাবেন।”

এদিন তক্তাঘাট এবং ওয়াটগঞ্জ দইঘাটে ছট পুজো উপলক্ষে উদ্বোধন করতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বঙ্গবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ছটমাইয়ার কাছে সকলকে ভাল রাখার প্রার্থনাও করেন তিনি। পাশাপাশি ঠেকুয়া প্রসঙ্গে মজা করে মুখ্যমন্ত্রী বলেন, “ঠেকুয়া খেতে খুব ভালোবাসি আমি। তবে খুব বেশি খেলে মোটা হয়ে যাব। কিন্তু এই প্রসাদ খুব টেস্টি।” পরবর্তীতে ঠেকুয়া পাঠাতে অনুরোধও করেন তিনি।

এদিন ছটপুজো উপলক্ষে নেতাজি স্পোর্টিং ক্লাব থেকে মুখ্যমন্ত্রী বলেন, “ছটমাইয়ার কাছে প্রার্থনা করি, আপনাদের ছেলে মেয়েদের যেন চাকরি হয়, সবাই ভালো থাকে।”

একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “সবাই সতর্ক থাকবেন। আপনাদের কথা চিন্তা করে এবারে পুকুরের সংখ্যা বৃদ্ধি করা থেকে শুরু করে অন্যান্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি কারোর কোনরকম অসুবিধা হয়, তাহলে স্থানীয় প্রশাসন কিংবা ক্লাবকে জানাতে পারেন। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে অনেকেই গন্ডগোল করার চেষ্টা করতে পারে, আপনারা সবাই সেই চক্রান্তে পা না দিয়ে শান্তিতে পুজো দিন।”

jpg 20221030 175633 0000

উল্লেখ্য, গত বছর থেকে ছটপুজো উপলক্ষে রাজ্য সরকার দুদিনের ছুটি দিতে শুরু করেছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আগে আমি জানতাম না যে, ছটপুজো দুদিন ধরে হয়। তাই এটা জানার পর থেকে পুজো উপলক্ষে দুদিন করে সরকারি ছুটি দেওয়া হচ্ছে।”


Sayan Das

সম্পর্কিত খবর