অবশেষে বিয়ের ইচ্ছে পূরণ হল আড়াই ফুটের আজিম মনসুরীর, সেজেগুজে দিলেন রওনা

বাংলা হান্ট ডেস্ক: তাঁর ইচ্ছে ছিল যে তিনি শুধুমাত্র বিয়ে করবেন। এমনকি, এই ইচ্ছের জন্য তিনি ইতিমধ্যেই এমন কিছু কাজ করে ফেলেছেন যা তাঁকে বারংবার খবরের শিরোনামে নিয়ে এসেছে। ২০১৯ সালে তিনি বিয়ের দাবি নিয়ে সটান পৌঁছে যান থানায়। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শামলীর বাসিন্দা আজিম মনসুরি (Azeem Mansuri) সরাসরি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ছাড়াও, বলিউড অভিনেতা সলমান খান এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাছেও তাঁর বিয়ের জন্য অনুরোধ করেছিলেন।

এদিকে, এই খবর প্রকাশ্যে আসতে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান সকলে। পাশাপাশি, জানা গিয়েছিল যে, হাপুরের বাসিন্দা বুশরার সঙ্গে তাঁর বাগদান নিশ্চিত হয়েছে। ২১ বছর বয়সী বুশরা বি.কম করছেন। ২০২১-এর ৯ মার্চ সম্পন্ন হয় বাগদানও। তবে, এবার দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই বিশেষ দিন উপস্থিত হল আজিম মনসুরির জীবনে।

জানা গিয়েছে, বুধবার আড়াই ফুট উচ্চতার আজিম মনসুরি বরের সাজে সজ্জিত হয়ে বরযাত্রীদের সঙ্গে করেই হাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিরাট আড়ম্বরের সাথে তিনি বিয়ের প্রস্তুতি নিয়েছেন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে বুশরার উচ্চতাও প্রায় আজিমের সমান। পাশাপাশি, এর আগে বিয়ের তারিখ আগামী ৭ নভেম্বর ধার্য করা হলেও পরে আজকের দিনটি স্থির করা হয়।

২০২১ সালে বুশরার সঙ্গে বিয়ে ঠিক হয়: জানা গিয়েছে, আজিম মনসুরির প্রসঙ্গ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর হাপুরের বাসিন্দা বুশরা তাঁকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। এরপর দুই পরিবার মিলেই বিবাহের কথা এগোনো হয়। এই প্রসঙ্গে আজিম আনসারি জানিয়েছেন যে, তিনি খুশি। কারণ তাঁর হবু স্ত্রী শিক্ষিতা এবং ভালো রান্নাও করতে পারেন।

azeem mansoori wedding 1280x720 1

উল্লেখ্য যে, এর আগে আজিম মনসুরীর দাদা হাজী সেলিম মনসুরী জানিয়েছিলেন, তিন ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল গত আগস্টে। জানা গিয়েছে, আজিমের ছোট দুই ভাইয়েরও বাগদান হয়েছে। তিন ভাই একসঙ্গে বিয়ে করবেন। এই প্রসঙ্গে আজিম মনসুরীর বাবা হাজি নাসিম জানান, তাঁর দ্বিতীয় ছেলে চাঁদেরও বাগদান হয়েছে হাপুরে। এছাড়াও, তৃতীয় ছেলের বাগদান সম্পন্ন হয়েছে জ্বালাপুরে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর