বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (Bollywood) পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, টলিউডের (Tollywood) কাছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির আকর্ষণ চিরকাল একই রকম থাকবে। বহু বছর ধরে বাংলা চলচ্চিত্র জগৎ থেকে জাতীয় স্তরে পা রেখেছেন অভিনেতা অভিনেত্রীরা। এঁদের মধ্যে শাশ্বত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্তর মতো সিনিয়র অভিনেতা অভিনেত্রীরা যেমন রয়েছেন তেমনি যশ দাশগুপ্ত, মিমি চক্রবর্তী, রুক্মিনী মৈত্রদেরও নাম রয়েছে। এবার তালিকায় জুড়তে চলেছেন আরেকজন, দেব (Dev)।
টলিউডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরবর্তী প্রজন্মের অভিনেতাদের মধ্যে দেবের জনপ্রিয়তা যে সবথেকে বেশি তাতে দ্বিমত করার উপায় নেই। মূলধারার বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন গতের গল্পেও দেখা গিয়েছে তাঁকে। এখন নিজে প্রযোজক হয়ে সুযোগ করে দিচ্ছেন নবাগত পরিচালকদের। কাজ করছেন নতুন নতুন গল্প নিয়ে। আর এই পুরো সফরটাতেই অভিনয় আরো ক্ষুরধার করার চেষ্টা বজায় রেখেছেন দেব।
টলিউড থেকে একের পর অভিনেতা অভিনেত্রীরা বলিউডের দিকে পা বাড়ালেও দেব রয়ে গিয়েছেন।বাংলা ইন্ডাস্ট্রিতেই। এমনকি সাংসদ অভিনেতার প্রেমিকা রুক্মিনী মৈত্র পর্যন্ত কাজ করে এসেছেন হিন্দি ছবিতে। দেব অবশ্য বলেছিলেন, সবাই যদি বলিউডেই চলে যায় তাহলে টলিউডে কে কাজ করবে?
অবশ্য বলিউড থেকে দেবকে ছিনিয়ে নেওয়ার কম প্রচেষ্টা হয়নি। একাধিক হিন্দি ছবির প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু এ কথায় দেব জানিয়েছিলেন, বলিঈড যদি তাঁকে এমন চরিত্র দিতে পারে যা তাঁর সেরাটা তবে তিনি যাবেন বলিউডে। তবে এখনো তেমন কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব তিনি পাননি বলেই জানান দেব।
তবে দেব ভক্তদের নিরাশ হওয়ার দরকার নেই। বড়পর্দায় না হলেও ডিজিটাল প্ল্যাটফর্মে হিন্দি ওয়েব সিরিজে কাজ করতে আগ্রহী তিনি। দেবের কথায়, ওটিটির উত্থান সবে শুরু হয়েছে। উপযুক্ত পারিশ্রমিক এবং চরিত্রটি ভাল হলে তিনি ওয়েবৌ সিরিজে অবশ্যই অভিনয় করবেন। কয়েকটি হিন্দি সিরিজেরও অফার রয়েছে তাঁর কাছে। ডিসেম্বরের পর তিনি সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করবেন বলে জানান দেব।