‘ওর বুকে নেই দমদম, ও খাবে চমচম’, কয়লা পাচার মামলায় শুভেন্দুকে নজিরবিহীন আক্রমণ কুণালের

বাংলাহান্ট ডেস্ক : গতকাল সাংবাদিক বৈঠকে করে এক রকম নাম না করেই কয়লা পাচারকাণ্ডে তৃণমূলের এক ‘প্রভাবশালী নেতা’র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikar)। এরপরই শুভেন্দুর এই মন্তব্যের জবাব দেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুভেন্দুকে তীব্র আক্রমণ শানান শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল। ‘চোর, ব্ল্যাকমেলার, তোলাবাজ, বিশ্বাসঘাতক’ বলে শুভেন্দুকে আখ্যা দেন তিনি। পাশাপাশি শুভেন্দুকে মানহানি মামলা করার চ্যালেঞ্জও ছুঁড়ে দেন কুণাল।

গতকাল শুভেন্দু সাংবাদিকদের জানান, ‘দিল্লির আদালতে গুরুপদ মাঝি নামে ব্যক্তির বিরুদ্ধে যে চার্জশিট পেশ করে ইডি। কয়লা পাচারের সঙ্গে যে বড় চক্র যুক্ত আছে এবং সেই চক্রের সঙ্গে বাংলার শাসক দলের প্রভাবশালী ব্যক্তিরও যোগ আছে, তা ওই চার্জশিটেই বলা হয়েছে।’ শুভেন্দুর কথায়, ‘মোট ২,৪০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই ২,৪০০ কোটি টাকা দুর্নীতির মধ্যে ১,০০০ কোটি টাকা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির কাছে গিয়েছে।’ শুভেন্দু অভিযোগ করেন, ‘কয়লা পাচারের সঙ্গে রাজ্যের এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের যোগ রয়েছে। সেই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি কার্যত প্রশাসন, পুলিস ও শাসকদলকে নিয়ন্ত্রণ করে।’

অভিষেককে ‘সুপার সিএম’ আখ্যা দিয়ে গেরুয়া শিবির এর আগেও বহুবার আক্রমণ শানিয়েছে। কয়েকদিন আগেই তাজ বেঙ্গল হোটেলে পুলিস মোয়াতেন নিয়ে অভিযোগ করেন শুভেন্দু। এছাড়া নিয়োগের দাবিতে আনদোলন করা চাকরিপ্রার্থীদের সঙ্গে অভিষেকের বৈঠকের পর সাংসদের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তোলা হয়। এই পরিস্থিতিতে শুভেন্দুর নাম না নিলেও তিনি যে অভিষেকের কথা বলছেন, তা নিয়ে নিশ্চিত ছিলেন সকলেই। এই পরই পালটা আক্রমণ শানান কুণাল ঘোষ।

কুণাল ঘোষণ শুভেন্দুর উদ্দেশে বলেন, ‘ও অভিষেক ফোবিয়ায় ভুগছে। আর তার নাম নেওয়ার সাহস হল না? ও ইঙ্গিতে কেন কথা বলে? আমি নাম করেই বলছি, শুভেন্দু হচ্ছে চোর, ব্ল্যাকমেলার, তোলাবাজ, বিশ্বাসঘাতক। আমি নাম করে বলছি শুভেন্দু অধিকারীর। ক্ষমতা থাকলে মানহানির মামলা করুক। আমি শুভেন্দুকে বলছি, ওর বুকে নেই দমদম, ও খাবে চমচম। দম থাকলে নাম বলত।’ কুণাল ঘোষের এই আক্রমণের পর শুভেন্দুর তরফ থেকে এখনও কোনও জআাব আসেনি বলেই জানা যাচ্ছে।


Sudipto

সম্পর্কিত খবর