ঐন্দ্রিলার লড়াই অনুপ্রেরণা হয়ে থাকুক, ‘ফাইটার’কে নিয়ে লিখলেন প্রসেনজিৎ

বাংলাহান্ট ডেস্ক: শেষ হল লড়াই। গত ১ লা নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। ২০ নভেম্বর রবিবার দুপুর একটা নাগাদ হাওড়ার ওই বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। একাধিক বার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর লড়াই থেকে হার মানলেন ঐন্দ্রিলা। কিন্তু দৃষ্টান্ত রেখে গেলেন অদম‍্য ইচ্ছাশক্তি আর হার না মানা জেদের।

ঐন্দ্রিলার অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া। সব‍্যসাচীর ডাকে একত্রিত হয়েছিলেন বাংলা চলচ্চিত্র জগৎ। সোশ‍্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন ঐন্দ্রিলা সব‍্যসাচীর পাশে দাঁড়ানোর। প্রার্থনা করেছিলেন সবাই। কেউ কেউ আবার নিয়মিত অভিনেত্রীর খোঁজ খবরও নিতেন। সবার সমস্ত আশা, প্রার্থনা ব‍্যর্থ হল আজ।

Aindrila sharma sabyasachi
ঐন্দ্রিলার প্রয়াণে শোকাহত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ও (Prosenjit Chatterjee)। টুইটে শোক প্রকাশ করে মাত্র দুটো লাইন লিখেছেন তিনি। সেখানেই প্রকাশ পেয়েছে তাঁর বিষন্নতা। অভিনেতা লিখেছেন, ‘ভালো থেকো ঐন্দ্রিলা… তোমার ইচ্ছেশক্তি অনুপ্রেরণা হয়ে থাকুক…’।

শোকপ্রকাশ করেছেন অভিনেতা ঋদ্ধি সেনও। লিখেছেন, ‘২৪ বছর বয়েস, মৃত্যু রেয়াত করে না বয়েসকে। শতাপদি পেরিয়েছে, বেড়েছে অত্যাধুনিক অস্ত্র, বন্দুক, বোমা, যা নিমেষে ভস্ম করে দিতে পারে দেশ, মহাদেশ। কিন্তু এখনো ক্যান্সার বা ছোট্ট একটা ভাইরাসের কাছে হার মেনে যাই আমরা। সব কিছু দেখেও আমরা বন্দুক চালাই, ডাক দি গনহত্যার, উড়ে যায় যুদ্ধবিমান, কেড়ে নিতে এমন এক জীবন যা জন্মায় মৃত্যুর জন্যই।

তাও সব জেনে সব বুঝে আমরা সমর্থন করি হত্যার মুখে পাল্টা হত্যা। ভালো থেকো ঐন্দ্রিলা, তুমি যে যুদ্ধ করেছো তা যেকোনো বিশ্বযুদ্ধ বা সশস্ত্র যুদ্ধের থেকে থেকে ঢের কঠিন। তাই হেরে গিয়েও লড়াইটা তুমিই জিতেছ।’

বিকেল চারটের কিছু পরেই হাসপাতাল থেকে বেরোবে ঐন্দ্রিলার মরদেহ। নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান স্টুডিওতে, যেখানে দীর্ঘদিন ধরে কাজ করেছেন তিনি। সেখানে তাঁকে শেষ শোকবার্তা জানাতে পারেন টলিপাড়ার সদস‍্যরা। কেওড়াতলা মহাশ্মশানে আজই হবে শেষকৃত‍্য।


Niranjana Nag

সম্পর্কিত খবর