মেসির সাথে দেখা করতে আর্জেন্টিনার বাসে লাফ! ‘মারাদোনার সাথে দেখা হয়ে যেত’, ব্যঙ্গ নেটিজেনদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বজয় করে দেশে ফিরে বিশ্বকাপ ট্রফি হাতে বাসে করে সমর্থকদের সামনে উপস্থিত হওয়ার সময় বিপত্তির মুখোমুখি গোটা আর্জেন্টিনা ফুটবল দল। মঙ্গলবার ভোরে তাদের বিমান আর্জেন্টিনায় পৌঁছেছিল। এরপর দুপুরে বিমানবন্দর থেকে আর্জেন্টিনার বিখ্যাত সৌধ ‘ওবেলিস্ক’-এর দিকে হুডখোলা বাসে চাপিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল ফুটবলারদের। কিন্তু এখানেই ঘটলো বিপত্তি।

মেসিদের সেই বাসযাত্রা নির্ধারিত সময়েই আরম্ভ হয়েছিল। কিন্তু তাদের বাস যত দর্শকদের মধ্যে দিয়ে এগোতে লাগল, ততই বাঁধ ভাঙলো সমর্থকদের আবেগ। আর্জেন্টিনা সরকারের হিসাব বলছে ওইদিন নিজেদের নায়কদের সম্মানিত করতে প্রায় ৪০ লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন রাস্তায়। অনেক সমর্থককে দেখা যায় ফ্লাইওভারের ওপর দিয়ে বাসের গতির সাথে পাল্লা দিয়ে দৌড়তে।

এরপর বিপত্তি বাড়ে যখন আর্জেন্টিনার কিছু সমর্থক ফ্লাইওভারের নীচ দিয়ে মেসিদের বাস যাওয়ার সময় তাতে ঝাঁপ দিয়ে পড়েন। এই চেষ্টায় অনেকে সরাসরি নীচের রাস্তায় পড়ে জখমও হয়েছেন। তাই অনেক নেটিজেনই ব্যাপারটি মজার না হলেও ইয়ার্কি করে বলেছেন যে ‘মেসির সাথে দেখা করার উদ্দেশ্যে লাফ মারা ওই সমর্থক আর একটু হলেই মারাদোনার কাছে পৌঁছে যাচ্ছিলেন।’ প্রসঙ্গত দুই বছর আগে এমন এক ডিসেম্বর মাসেই ইহলোক ত্যাগ করেছিলেন কিংবদন্তি মারাদোনা।

এছাড়াও স্থানীয় মানুষের দাবি, ফুটবলারদের উদ্দেশ্যে রাস্তা থেকে বিভিন্ন উপহার ছোড়া হয়েছে, যা শুনতে ভালো লাগলেও, তা থেকে ফুটবলারদের আঘাত লাগতেও পারত। তাই হুডখোলা বাসে মেসিদের ভ্রমণ মাঝপথেই বন্ধ করে দিতে হয়। মেসিদের উদ্ধারে আসে হেলিকপ্টার এবং তাতে চড়েই তারা ওই ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর