পেলের আত্মার শান্তি কামনা করতে ভিনিসিয়াসের ছবি ব্যবহার মধুমিতার! ব্যাঙ্গ ফুটবলপ্রেমীদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল রাতে ইহলোকের মায়া কাটিয়ে পরলোক যাত্রা করেছেন তিনবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার পেলে (Pele)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুর কয়েক দিন পূর্বেই নিজের ভবিতব্যকে স্বীকার করে নিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। নিজের নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবদের কাছ থেকে বিদায় চেয়ে নিয়েছিলেন তিনি। গতকাল তার মৃত্যুর পর তার আত্মার শান্তি কামনা করছে গোটা বিশ্ব।

শুধুমাত্র ফুটবল জগৎ নয়, বিভিন্ন ক্ষেত্রের কৃতি মানুষরা তাকে এই শোকের মুহূর্তে স্মরণ করছেন। একই স্রোতে গা ভাসিয়েছিলেন টলিউডের তারকা অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। বাংলা ধারাবাহিক থেকে শুরু করে সিনেমা এবং একাধিক ওয়েব সিরিজের কাজ করা অভিনেত্রী পেলের আত্মার শান্তি কামনা করতে গিয়ে একটি ছোট ভুল করে ফেলেন।

পেলের তিনটি বিশ্বকাপ হাতে দাঁড়ানো ছবি ব্যবহার করেছিলেন মধুমিতা তাকে শ্রদ্ধা জানানোর জন্য। কিন্তু পেলের সেই ছবিটি ছিল তার অবসরের নেওয়ার পরে তোলা। আর ফুটবল জীবনের একটি ছবিও ব্যবহার করতে চেয়েছিলেন মধুমিতা। কিন্তু পেলের ফুটবল জীবনের ছবি ব্যবহার করতে গিয়ে বর্তমানে ব্রাজিলিয়ান দলের তরুণ তারকার লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের (Vinicius Jr) ছবি ব্যবহার করে তার আত্মার শান্তি কামনা করেছেন তারকা অভিনেত্রী।

Madhumita's wrong post

 

তার এই পোস্টটি দেখেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের ঝড় উঠে। নিজের ভুল বুঝতে পেরে সেই ছবিটি ডিলিট করে দিয়েছিলেন মধুমিতা। বদলে ব্যবহার করেন ব্রাজিলের জার্সি পরিহিত পেলের ফুটবল জীবনের ছবি। কিন্তু ততক্ষণে সেই পোস্টটির ছবি নিয়ে নিয়েছিলেন অনেক নেটিজেন। ফলে সোশ্যাল মিডিয়ায় এখন তাকে ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর