মাত্র ৬১ টাকায় মিলবে 5G ডেটা! এবার দুর্দান্ত প্ল্যান লঞ্চ করল Jio, মাথায় হাত এয়ারটেলের

বাংলা হান্ট ডেস্ক: গ্রাহকদের সুবিধার্থে এবার একটি নতুন প্ল্যানের ঘোষণা করেছে ভারতের অন্যতম টেলিকম সংস্থা Jio। মুলত, যাঁরা 5G-তে আপগ্রেড করতে চান তাঁদের জন্যই এই রিচার্জ প্ল্যান (Jio New Recharge Plan) চালু করা হয়েছে। এমনিতেই, কোম্পানির বেশিরভাগ প্ল্যান 5G এলিজিবিটির সাথেই উপলব্ধ থাকে। কিন্তু কিছু রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা শুধুমাত্র 4G ডেটা পান। এই ধরণের ব্যবহারকারীরা Jio-র নতুন প্ল্যান কিনে 5G-তে আপগ্রেড করতে পারেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, Jio-র 5G পরিষেবা লঞ্চ হওয়ার পর থেকে অনেকেই 5G প্ল্যানের জন্য অপেক্ষা করছেন। যদিও, এর জন্য কোম্পানি আলাদাভাবে কোনো প্ল্যান লঞ্চ করেনি। তবে, কিছু রিচার্জ প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা 5G এলিজিবিটি পাচ্ছেন। অন্যদিকে, যারা 5G এলিজিবিটি পাচ্ছেন না, তাঁদের জন্য Jio 5G আপগ্রেড নামের এই রিচার্জ প্ল্যানটি সামনে আনা হয়েছে।

৬১ টাকায় Jio কি কি সুবিধা দিচ্ছে: এই প্ল্যানের ক্ষেত্রে ব্যবহারকারীরা 5G ডেটা পাবেন। পাশাপাশি, এই রিচার্জের খরচ হল ৬১ টাকা। এতে ব্যবহারকারীরা ৬ GB 5G ডেটা পাবেন। এছাড়াও, ব্যবহারকারীরা আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করার ক্ষেত্রে এলিজিবল হবেন। এই প্ল্যানের কোনো বৈধতা নেই। বরং এটি অ্যাক্টিভ প্ল্যানের ভ্যালিডিটি পর্যন্ত কাজ করবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Jio-র এই প্ল্যানটি একটি ডেটা ভাউচার। যার ফলে, এটির সাহায্যে আপনি অন্য কোনো সুবিধা পাবেন না। অর্থাৎ এই রিচার্জ প্ল্যানে আপনি কলিং বা এসএমএস-এর সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। এমতাবস্থায়, Jio-র এই অফারের সুবিধা ১১৯ টাকা, ১৪৯ টাকা, ১৭৯ টাকা, ১৯৯ টাকা এবং ২০৯ টাকার রিচার্জ প্ল্যানের সাথে পাওয়া যাবে। এদিকে, এর উপরে থাকা রিচার্জ প্ল্যানগুলি 5G এলিজিবিটির সাথে উপলব্ধ থাকে।

5G আপগ্রেড মানে কি: প্রসঙ্গত উল্লেখ্য যে, এর মানে এই নয় যে, এই প্ল্যানটির পরে আপনার ফোনে 5G নেটওয়ার্ক আসতে শুরু করবে। বরং, আপনার যদি একটি 5G স্মার্টফোন থাকে এবং আপনি এমন একটি এলাকায় থাকেন যেখানে Jio 5G উপলব্ধ রয়েছে, তাহলেই আপনি 5G নেটওয়ার্ক পাবেন। এছাড়াও, Jio-র 5G পরিষেবা এখনও সকলের জন্য শুরু করা হয়নি। বরং এটি শুধুমাত্র নির্বাচিত ব্যবহারকারীদের জন্য উপলব্ধ রয়েছে।

JIO 5G SPECTRUM

এমতাবস্থায়, এই কোম্পানির 5G পরিষেবা ব্যবহার করতে, আপনার কাছে অবশ্যই Jio Welcome Offer থাকতে হবে। এই অফারের অধীনে, কোম্পানি আপনাকে আনলিমিটেড 5G ডেটার অ্যাক্সেস দেবে। মূলত, এটি একটি ইনভাইট বেসড অফার। এমতাবস্থায়, আপনি My Jio অ্যাপে গিয়ে এটির জন্য রেজিস্টার করতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর