বাংলাহান্ট ডেস্ক : আমাদের মধ্যে কম বেশি অনেকেই বাংলা সিরিয়াল দেখতে পছন্দ করেন। কিন্তু একঘেয়ে সিরিয়াল সারা সপ্তাহ ধরে দেখতে কারোর কি ভালো লাগে? স্বাদ বদল করতে অজস্র সিরিয়ালের মধ্যে বর্তমানে খুবই জনপ্রিয় নন ফিকশন প্রোগ্রামগুলি (Non fiction show)। তারই মধ্যে একটি হল বহু বছর ধরে জি বাংলায় সম্প্রচারিত মহিলা কেন্দ্রিক শো দিদি নাম্বার ওয়ান (Didi No 1)।
বহু বছর হয়ে গেলেও দিদি নাম্বার ওয়ান এর জনপ্রিয়তায় এখনও কোন ভাঁটা পড়েনি। টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) সঞ্চালনা (Anchoring) এই অনুষ্ঠানকে দিয়েছে এক অন্য মাত্রা। সারা বাংলা থেকে আগত মহিলারা এই শোয়ের মাধ্যমে নিজেদের জীবন সংগ্রামের কথা তুলে ধরেন দর্শকদের সামনে। এইসব দিদিদের জীবন সংগ্রাম অনুপ্রেরণা জোগায় বহু মহিলাকে।
তবে এরই মধ্যে একটি নতুন খবর উঠে আসছে চ্যানেল কর্তৃপক্ষের থেকে। কানাঘুষো শোনা যাচ্ছে দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব জি কর্তৃপক্ষ এবার অন্য কাউকে দিতে চলেছে! এই কথা জানার পর সবার মনে একটাই প্রশ্ন, রচনা বন্দ্যোপাধ্যায়ের মত সঞ্চালনা কি কেউ করতে পারবেন? তবে আপনাদের চিন্তার কোনও কারণ নেই।
কর্তৃপক্ষ জানিয়েছে বাংলায় এই পরিবর্তন হচ্ছে না। ওড়িয়া চ্যানেল জি সার্থক চ্যানেলেও সম্প্রচারিত হচ্ছে দিদি নাম্বার ওয়ান এর আদলে একটি শো। সেখানেই পরিচালনা করছেন অন্য এক সঞ্চালিকা। ব্যাপারটি জি বাংলার জন্য খুবই গৌরবের। কারণ জি বাংলার এই অনুষ্ঠানের সূত্র ধরেই উড়িষ্যাতে চালু হয়েছে এই ধরনের অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই দিদি নাম্বার ওয়ান এর ভক্তরাও উচ্ছ্বসিত এই খবরে।