BJP-র Whatsapp গ্রুপে বিস্ফোরক ভারতী ঘোষ! দিলীপ ঘোষকে নিয়ে দিলেন বড় বয়ান

বাংলা হান্ট ডেস্ক : আবারও সামনে এল বঙ্গ বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব। এবার দলের বর্তমান নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন আইপিএস আধিকারিক ভারতী ঘোষ (Bharati Ghosh)। গত ৩০ ডিসেম্বর বাংলার ‘বন্দে ভারত এক্সপ্রেসে’র উদ্বোধনে আমন্ত্রণ না পাওয়া নিয়ে বাংলার বহু বিজেপি নেতাই অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকি এই বিষয়ে চিঠিও পাঠানো হয়েছে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) কাছে। এবার তা নিয়েই দলের ভিতরে সরব হলেন ভারতী ঘোষ।

ভারতী পরিষ্কার জানান, দিলীপ ঘোষ (Dilip Ghosh) রাজ্য সভাপতি থাকাকালীন দলে সমন্বয় নিয়ে কোনও সমস্যাই ছিল না। কিন্তু বর্তমান নেতৃত্ব ইচ্ছে করে কয়েকজন নেতাকে পিছনে সরিয়ে রাখছে। এটা অত্যন্ত অপমানজনক। বিজেপির হোয়াটসঅ্যাপ (WhatsApp) গ্রুপ থেকে নেত্রীর সেই বার্তা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

bharati 2

গত ৩০ তারিখ হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী ভারচুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন। এমন এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিজেপির বেশ কয়েকজন বিধায়ক, সাংসদ আমন্ত্রণই পাননি বলে অভিযোগ ওঠে। এই নিয়েই দলের ক্ষোভের সৃষ্টি হয়। তা নিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে জে পি নাড্ডা – সকলের কাছেই চিঠি দিয়ে জানান তাঁরা।

সেই বিষয় নিয়েই এবার রীতিমতো বিস্ফোরণ ঘটালেন ভারতী ঘোষ। জানা গিয়েছে, সেই অনুষ্ঠানের প্রায় ১০-১২ দিন পর অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) তাঁকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা করে দুঃখপ্রকাশ করেন। তার জবাব দিতে গিয়েই বিস্ফোরণ ঘটান ভারতী। তিনি পরিষ্কার জানান, ‘দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন, তখন দলের সকলের সঙ্গে যোগাযোগ, সমন্বয় খুব নিয়ম মেনে হতো। কোথাও কিছু পেতে অসুবিধা হত না। কার্যকর্তাদের দিয়ে খুব শৃঙ্খলার সঙ্গে কাজ করানো হতো। কিন্তু এখনকার নেতৃত্ব ইচ্ছে করে দু, একজনকে বাদ দেওয়া হচ্ছে কোনও কোনও অনুষ্ঠান থেকে। তাই তো বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের সময় আমার মতো ভিভিআইপি-ও আমন্ত্রণ পত্র পেলাম না। এতদিন পর আর সেসব নিয়ে কোনও কথা শুনতে চাই না।’

Sudipto

সম্পর্কিত খবর