চূর্ণ হলো অস্ট্রেলিয়ার দর্প! শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে বিশ্বরেকর্ড ভারতের  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল কাল শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও নিয়ম রক্ষার ওডিআইতেও জয় পেয়েছে। কিন্তু সেই জয় এতটাই বড় মাপের ছিল যে তৈরি হয়েছে বিশ্বরেকর্ড। ভারতীয় দলের ৩৯০ রানের জবাবে মাত্র ৭৩ রানে অলআউট হয়ে গিয়েছিলেন দাসুন শানাকারা। ক্রিকেট বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে পুরুষদের দলের আন্তর্জাতিক ওডিআই ম্যাচ জেতার রেকর্ড কাল করেছে ভারতীয় দল।

কাল সিরিজের প্রথমবার টসে জিতে রোহিত শর্মা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। গ্রিনফিল্ডে দুর্দান্ত ভাবে ব্যাটিং শুরু করেছিলেন রোহিত এবং তার সঙ্গী ওপেনার শুভমান গিল। তাদের মধ্যে ৯৫ রানের ওপেনিং পার্টনারশিপ হয়। রোহিত শর্মা ৪২ রান করে আউট হয়ে গেলেও গিলের ব্যাট চলতে থাকে এবং ভারতের নীল জার্সিতে ওডিআই ফরম্যাটের নিচের দ্বিতীয় শতরান তুলে নেন পাঞ্জাবের ওপেনার।

যখন সবাই ভাবছেন যে শুভমান গিলেই হবেন ভারতের এই ইনিংসের ব্যাটিং তারকা, তখন বিরাট কোহলি একের পর এক দুর্দান্ত শট খেলতে খেলতে তাদেরকে ভুল প্রমাণ করতে শুরু করেন। মাত্র ৮৫ বলে নিজের শতরান সম্পূর্ণ করার পরও বিরাট কোহলির ব্যাট চলতে থাকে এবং আগের চেয়েও আরও আগ্রাসী রূপ ধারণ করেন তিনি। শেষ পর্যন্ত ১১০ বলে ১৬৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন এবং ভারতকে পৌঁছে দেন ৩৯০-এর স্কোর অবধি।

kohli 166

এরপর ভারতীয় বোলারদের সামনে অসহায় ভাবে আত্মসমর্পণ করে শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের কোনও ব্যাটারই এদিন ২০ রানের গন্ডি অতিক্রম করতে পারেননি। সিরাজ ৪, চাহাল ২ এবং মহম্মদ শামি ২ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ভাঙেন। ফিল্ডিং করতে গিয়ে আহত দুই শ্রীলঙ্কান ক্রিকেটার ব্যাট করতে পারেননি গতকাল।

কালকের জয়ের পর ভারতীয় দল একটি নতুন রেকর্ড গড়ে ফেলেছে। এতদিন ধরে ওডিআই ফরম্যাটে কোনও নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ান নামে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অজিরা ৯৫টি ওডিআই জিতেছিল। কিন্তু এই সিরিজের শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারত সেই রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে মোট ৯৬ টি ওডিআই জিতেছে যা এখন বিশ্ব রেকর্ড।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর