অস্ত্রোপচারের সময়ে কেন সবুজ রঙের পোশাক পরেন চিকিৎসকেরা? কারণ জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: হাসপাতালে (Hospital) গেলেই আমরা চিকিৎসকদের সাধারণত একটি সবুজ রঙের বিশেষ পোশাক পরিহিত অবস্থায় দেখি। এমনকি, অস্ত্রোপচারের সময়েও তাঁরা ওই পোশাক পরে থাকেন। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে চিকিৎসকেরা কেন শুধুমাত্র সবুজ রঙের পোশাক পরে থাকেন? তবে, এর পেছনে রয়েছে এক অদ্ভুত কারণও। বর্তমান প্রতিবেদনে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, আপনি যখনই কোনো আলোক উজ্জ্বল জায়গা থেকে হঠাৎ অন্ধকার ঘরে প্রবেশ করেন, তখনই চোখ রীতিমতো অন্ধকার হয়ে যায়। এমন পরিস্থিতিতে সবুজ বা নীল রঙের সংস্পর্শে এলে স্বস্তি মেলে। অপারেশন থিয়েটারেও চিকিৎসকদের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে মেগা ওয়েবসাইট Quora-তে অনেকেই প্রশ্ন করেছেন, যার উত্তর দিয়েছেন বিকাশ মিশ্র নামে এক ব্যক্তি।

বিকাশ সেন্ট ফ্রান্সিস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। তিনি বলেছেন যে, সবুজ এবং নীল রং আলোর বর্ণালীতে লালের বিপরীত হয়। এমন পরিস্থিতিতে অপারেশনের সময় চিকিৎসকের মনোযোগ বেশিরভাগ সময়ে লাল রঙের দিকেই থাকে। অর্থাৎ, কাপড়ের সবুজ এবং নীল রং শুধুমাত্র একজন সার্জনের দেখার ক্ষমতা বাড়ায় না বরং তাঁকে লালের প্রতি আরও সংবেদনশীল করে তোলে।

প্রথম সার্জন সুশ্রুতও পরতেন: ইতিমধ্যেই টুডে সার্জিক্যাল নার্সের ১৯৯৮-র সংখ্যায় এই প্রসঙ্গে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল। যেখানে বলা হয়, সবুজ কাপড় অস্ত্রোপচারের সময় চোখকে বিশ্রাম দেয়। দিল্লির বিএলকে সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত সার্জন ডাঃ দীপক নাইনের মতে সুশ্রুত, যাঁকে বিশ্বের প্রথম সার্জন হিসাবে বিবেচনা করা হয়, তিনিও আয়ুর্বেদ অস্ত্রোপচারের সময় সবুজ রঙের ব্যবহার সম্পর্কে লিখেছেন। তবে এর কোনো নির্দিষ্ট কারণ নেই। অনেক জায়গায়, সার্জনরা অস্ত্রোপচারের সময় নীল এবং সাদা রঙের পোশাকও পরেন। তবে সবুজ রং এদিক থেকে ভালো। কারণ তাতে রক্তের দাগ বাদামী হিসেবে দেখা যায়।

whatsapp image 2023 02 13 at 4.34.24 pm

আগে সাদা পোশাক পরার রীতি ছিল: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ডাক্তারদের নীল বা সবুজ পোশাক পরার রেওয়াজ যে শুরু থেকেই ছিল তা কিন্তু নয়। গণমাধ্যমের খবর অনুযায়ী, আগে চিকিৎসক ও হাসপাতালের সব কর্মীরা সাদা পোশাক পরতেন। কিন্তু ১৯১৪ সালে একজন চিকিৎসক এটিকে সবুজে পরিবর্তন করেন। তারপর থেকে এই ড্রেস কোড একটি প্রবণতা হয়ে উঠেছে। আজকাল কিছু চিকিৎসক নীল পোশাকও পরেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর