ঝুলিতে 12-14 আসন, বাংলার পর মেঘালয় কাঁপাতে চলেছে তৃণমূল! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ চলতি মাসেই উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ে (Meghalaya) বিধানসভা নির্বাচন (Assembly Election)। পাহাড়ী রাজ্যের ভোটে সক্রিয় উপস্থিতি থাকবে বাংলার শাসকদল তৃণমূলের (Trinamool Congress)। বহুদিন আগে থেকেই ভিন রাজ্যে মাটি শক্ত করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। ঘন ঘন মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূল সর্বাধিনায়িকা মমতা বন্দোপাধ্যায় সহ অভিষেক বন্দোপাধ্যায়। আর তার সাথেই একের পর এক ঝাঁকে ঝাঁকে কংগ্রেস নেতারা পদ্ম ছেড়ে নাম লেখাচ্ছেন ঘাসফুলে। তবে কী এবার বাংলা ছেড়ে মেঘালয়ের মাটি কাঁপাতে চলেছে তৃনমূল! কী বলছে সমীক্ষা?

মেঘালয়ে ভোটপূর্বেই একের পর এক হেভিওয়েট নেতারা কংগ্রেস ছেড়ে হাতে তুলে নিচ্ছেন তৃনমূলের পতাকা। যা নিয়ে একেবারে উত্তপ্ত রাজ্য রাজনীতি। একদিকে মেঘের রাজ্য কবজা করতে মরিয়া বঙ্গের শাসকদল তৃণমূল, অন্যদিকে লড়াইয়ে সামিল বিজেপি থেকে শুরু করে শক্তিশালী কংগ্রেস। কার দখলে আসতে চলেছে সে রাজ্যের ক্ষমতা? প্রথম বারেই কী চমক দেখাতে চলেছে তৃণমূল? এইসব অফুরন্ত সওয়ালের, উত্তর দিল পোলস্ট্রিটের সমীক্ষা, সামনে নিয়ে এলো একগুচ্ছ চাঞ্চল্যকর তথ্য, যা জানলে হতবাক হবেন আপনিও।

গোটা উত্তর-পূর্ব ভারত এখনো সরগরম তিন রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে। মাত্র একদিন আগেই ত্রিপুরায় ভোটানুষ্ঠান সংঘটিত হল। এই অববেই আগামী ২৭ তারিখ নির্বাচন হতে চলেছে নাগাল্যান্ড ও মেঘালয়ে। এবার প্রথমবার পাহাড়ী রাজ্য মেঘালয়ে ঘাসফুল ফোটাতে উদ্যত তৃণমূল কংগ্রেস। গোটা দেশের নজর এবার মেঘালয়ের রাজনৈতিক লড়াইয়ের দিকে।

বর্তমানে মেঘালয়ের রাজ্য এনপিপির দখলে। তবে তারাই কী নিজেরদের ক্ষমতা কায়েম রাখতে পারবে! নাকি রাজত্ব আসবে এনপিপি, তৃণমূল বা পদ্মের হাতে? উত্তর জানান দিচ্ছে পোলস্ট্রিটের সমীক্ষা। মুকুল সাংমা, মেঘালয় তৃণমূলের সভাপতির পদে আসীন তিনি, এই ভূমিপুত্রের ওপর ভর করেই মেঘালয়ে একে একে সবুজ পতাকা গাড়তে সক্ষম হচ্ছে তৃণমূল কংগ্রেস। সমীক্ষা বলছে, মেঘালয়ে সদ্য সৃষ্টি হওয়া তৃণমূলের ঝুলিতে যেতে পারে ১৪. ২৬ শতাংশ ভোট।

সমীক্ষার রিপোর্ট অনুযায়ী সেরাজ্যে তৃণমূল পেতে পারে ১৪ থেকে ১৬ টি আসন। তবে তৃণমূলকে টেক্কা দিতে পারে গেরুয়া শিবির । সমীক্ষা বলছে মেঘালয়ে ১০.৮৭ শতাংশ ভোট পেতে পারে বিজেপি বাহিনী। পেতে পারে ৪ থেকে ৬ টি আসন। তবে সমীক্ষা অনুসারে বলতেই হয় পাহাড়ী রাজ্যে পদ্ম থেকে এগিয়ে রয়েছে জোড়া ফুল।

tmc flag

পাশাপাশি মেঘালয়ের ক্ষমতায় থাকা এনপিপি পার্টির ভোট জেতার সম্ভাবনা ২৮.৫৩ শতাংশ, ঝুলিতে যেতে পারে ১৫ থেকে ১৯ টি আসন। সমীক্ষা অনুযায়ী সেরাজ্যে কংগ্রেস পেতে পারে ১৫ থেকে ১৮ টি আসন। পাশাপাশি ইউডিপি পেতে পারে ৯ থেকে ১১ টি পর্যন্ত আসন। সমীক্ষা কী বলছে তা আপনাদের সামনে তুলে ধরলাম, এবার জনতা কী বলছে তা জানার সময়। খুব বেশি দেরী নেই, হাতে মাত্র কিছুদিন। তারপরেই পাহাড়ী রাজ্যে ভোটানুষ্ঠান।

ad

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর