বাংলা হান্ট ডেস্ক : চিনে শেষে কথা তিনিই! তা আরও একবদর প্রমাণ করলেন শি জিনপিং (Xi Jinping)। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে তৃতীয়বারের জন্য চিনের প্রেসিডেন্ট (China President) হিসাবে নির্বাচিত হলেন শি জিনপিং। টেক্কা দিলেন চিনের কিংবদন্তি নেতা মাও জে দং(Mao Zedong)-কেও।
গত অক্টোবরেই চিনের কমিউনিস্ট পার্টির প্রধান হিসাবে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন শি জিনপিং। এবার লাল ফৌজের শীর্ষ পদেও আসীন হলেন হলেন চিনা প্রেসিডেন্ট। শুক্রবার চিনা পার্লামেন্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন জিনপিং। এর ফলে চিনে একনায়কতন্ত্র চালু হতে চলেছে বলেই অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের।
তবে পরিস্থিতি এতটাও ভালো ছিল না। চিনের জিরো কোভিড নীতি, করোনায় মৃত্যুর তথ্য নিয়ে তথ্য লুকানো নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়লেও, শি জিনপিংকে চিনের শীর্ষপদ থেকে সরানো যে অসম্ভব, তা আরও একবার প্রমাণ করে দিলেন তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়ে। চলতি সপ্তাহের ন্যাশনাল পিপলস কংগ্রেসের বৈঠকেও এই ইস্যুগুলিকে সতর্কভাবে বাদ দেওয়া হয়। একদিকে যেখানে চিনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন শি জিনপিং, সেখানেই দেশের নতুন প্রিমিয়ার হিসাবে নির্বাচিত হতে চলেছেন লি কোয়াং।
চিনা পার্লামেন্টের প্রায় ৩ হাজার সদস্যের সহমতেই প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন জিনপিং। এই নিয়ে তৃতীয়বারের জন্য দেশের শীর্ষ পদে বসতে চলেছেন তিনি। দেশের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ঝাও লেজি। পার্লামেন্টের প্রধান পদে বসতে চলেছেন হান ঝেং।
জিনপিংকে সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধান হিসাবেও সর্বসম্মত ভোটে পুনরায় নির্বাচিত করা হয়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বিশ্বের সবথেকে শক্তিশালী নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যই পরিকল্পিতভাবে জিনপিংকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হয়েছে। শপথ গ্রহণের পর জিনপিং চিনের সর্বোচ্চ সময়ের জন্য নির্বাচিত প্রেসিডেন্ট হবেন। গত অক্টোবরে যখন চিনের কমিউনিস্ট পার্টির প্রধান হিসাবে নির্বাচিত হন জিনপিং, সেই সময়ই তিনি চিনের সংবিধানে একাধিক পরিবর্তন আনেন নিজের ক্ষমতা বাড়ানোর জন্য।
টানা দশ বছর দলের সাধারণ সম্পাদক থাকার পরে অব্যাহতি দেওয়ার নিয়ম ছিল। কিন্তু সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দলের শীর্ষ পদে নিজের জায়গা কায়েম করেছেন জিনপিং। একই কৌশলে দেশের প্রেসিডেন্ট পদকেও কার্যত কুক্ষিগত করে ফেললেন তিনি।
‘এক দিনে হালুয়া টাইট করে দিয়েছি …’, জানেন বাংলাদেশিদের সঙ্গে কি এমন করলেন শুভেন্দু?