“ফাঁকা হয়ে যাবে তৃণমূল,” নিয়োগ দুর্নীতি নিয়ে শাসক দলকে কড়া জবাব শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে বিজেপি (Bharatiya Janata Party) বিধায়করা (Members of legislative assembly) শাসক দলের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন বিধানসভার বাইরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূলকে (Trinamool Congress) হুঁশিয়ারি দিয়ে বললেন,”ফাঁকা হয়ে যাবে গোটা তৃণমূল।”

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এসএসসি গ্রুপ ডির পর নতুন করে গ্রুপ সিতে চাকরি গেছে ৮৪২ জনের। চাকরি বাতিলের তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় তাতে রয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতার নাম। তিনি গ্রুপ সি পদে ২০১৮ সাল থেকে কর্মরত ছিলেন। অন্যদিকে তিনি উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের যুব তৃণমূলের সভাপতি।

অন্যদিকে, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে রয়েছেন ইডির হেফাজতে। তৃণমূলের আরো এক যুবনেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও নিয়োগ দুর্নীতি মামলা গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি মামলায় শান্তনু অভিযোগের আঙ্গুল তুলেছেন কুন্তলের দিকে। বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেছেন,”কুন্তল এই নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড। সে মিথ্যা অভিযোগ করে তদন্ত ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে।”

পাশাপাশি শুভেন্দুর আরোও সংযোজন, “অন্য রাজ্যে পাঠিয়ে দিচ্ছে টাকা। এই দুর্নীতির সাথে যুক্ত নই আমি। এটি আগামী দিনে প্রমাণিত হবে।” অন্যদিকে, বিধানসভায় তৃণমূল ইডি-সিবিআই এর অতি সক্রিয়তা নিয়ে পেশ করে প্রস্তাব। এই প্রস্তাব নিয়ে যখন আলোচনা চলছিল বিধানসভায়, তখনই নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বিধানসভার বাইরে বিজেপি বিধায়কেরা শামিল হন বিক্ষোভে।

suvendu 3

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “৭৫ ভাগ টাকা নিয়ে চাকরি দিয়েছে। বাকি ২৫ ভাগ ঢুকিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি সহ নেতা-মন্ত্রী-বিধায়কদের আত্মীয়দের। জেলে যাবে সব। ফাঁকা হয়ে যাবে গোটা তৃণমূল।” অন্যদিকে, তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ পাল্টা দাবি করে বলেছেন, “শুভেন্দু অধিকারী চাকরি দিয়েছিলেন ১৫০ জনকে। তাদের মধ্যে চাকরি বাতিল হয়েছে ৫৫ জনের।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর