বাদ পড়লেন দেব! বাংলা সিনেমায় অভিনয় করবেন বার্সেলোনার তারকা স্ট্রাইকার লেওয়ানডোস্কি?

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইউরোপিয়ান টুর্নামেন্টগুলিতে বার্সেলোনার (FC Barcelona) অবস্থা একেবারেই ভালো নয়। টানা দুই বছর তারা চ্যাম্পিয়ন্স লিগের (UCL) গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে ইউরোপা লিগে (UEL)। কিন্তু সেখানে গিয়েও স্বস্তি হয়নি তাদের। গতবছর খাতায়-কলমে অনেক দুর্বল ফ্রাঙ্কফুট এবং চলতি বছরে চিরশত্রু ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) কাছে হেরে ইউরোপা লিগ থেকেও বিদায় ঘটেছে তাদের।

কিন্তু ইউরোপিয়ান প্রতিযোগিতা গুলিতে তারা যতটা তথৈবচ, ঘরোয়া প্রতিযোগিতাগুলিতে তারা যেন ততটাই সাবলীল চলতি মরশুমে। এই মুহূর্তে স্প্যানিশ লিগ খেতাব দৌড়ে তারা ১২ পয়েন্টে এগিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে থাকার রিয়াল মাদ্রিদের থেকে। লালিগায় নিজেদের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে নাটকীয়ভাবে ২-১ ফলে পরাস্ত করেছে তারা।

সেইসঙ্গে এনেস উনাল, ইয়াগো আসপাশ, করিম বেনজেমাদের পেছনে ফেলে চলতি বছরে লা লিগায় আসা তারকা বার্সার পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কি লা লিগার সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন। সব মিলিয়ে ঘরোয়া প্রতিযোগিতা গুলিতে সোনার সময় চলছে বার্সেলোনার। এবার বার্সার পোলিশ স্ট্রাইকারকে সম্মান জানাতে একটি অভিনব পন্থা বেছে নিলো লা লিগা।

বাংলা সিনেমা জগতের মহাতারকা দেবের ২০২২ সালে রিলিজ হওয়া সিনেমা গোলন্দাজের পোস্টারে দেবের জায়গায় লেওয়ানডোস্কির মুখ বসিয়ে ছবিটিকে এডিট করে পোস্ট করেছে অফিসিয়াল লা লিগা পেজ। যদিও ওই পোস্টটির প্রাইভেসি করা রয়েছে কাস্টমস, যাতে শুধুমাত্র পৃথিবীর এই প্রান্তের ভক্তরাই ওই পোস্টটি দেখতে পারেন। তা সত্ত্বেও বাঙালি ফুটবলপ্রেমীরা অত্যন্ত পছন্দ করছেন পোস্টটিকে।

la liga post

ওই পোষ্টের ক্যাপশনে লেখা হয়েছে, “আপনাদের সামনে পেশ করা হচ্ছে লা লিগায় আপাতত সর্বোচ্চ স্কোরার হওয়া তারকাকে। ২১ টি ম্যাচের অংশ হয়ে ১৫ টি গোল করে ফেলেছেন রবার্ট লেওয়ানডোস্কি। একদম অসাধারণ।” প্রসঙ্গত দেবের অভিনীত এই সিনেমাটি নির্মিত হয়েছিল বাংলার বিখ্যাত ফুটবল চরিত্র নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন নিয়ে। সিনেমাটি যথেষ্ট জনপ্রিয়ও হয়েছিল। ভক্তরা তাই মজা করে জিজ্ঞাসা করছেন তাহলে এই পোষ্টের ছবিতে যাকে দেখা যাচ্ছে তার নাম কি দেওয়া যায়? রবার্টো লেওয়াধিকারী? বলাই বাহুল্য পোস্টটি আনন্দ দিয়েছে বাংলার ফুটবলপ্রেমীদের।


Reetabrata Deb

সম্পর্কিত খবর