বাংলা হান্ট নিউজ ডেস্ক: আসন্ন আইপিএল ২০২৩ (IPL 2023) থেকে মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিল্যায়েন্স গ্রূপের (Reliance Group) অধিগ্রহণ করা সংস্থা ‘ভায়াকম এইটটিন’ (Viacom 18) বিসিসিআইয়ের (BCCI) কাছ থেকে অনলাইনে সম্প্রচারের স্বত্ব কিনেছে। তাদের অ্যাপ জিও সিনেমায় (Jio Cinema) বিনামূল্যে বিভিন্ন মজাদার অ্যাঙ্গেল থেকে মোট ১২ টি ভাষায় আইপিএলের আনন্দ উপভোগ করতে পারবেন ভক্তরা। নতুন এই পরিষেবা উপভোগ করার জন্য অধীর হয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
রিল্যায়েন্স গ্রূপ তাদের উপভোক্তাদের জন্য আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে আকর্ষণীয় করে তুলতে কিছু নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে৷ তাদের সাম্প্রতিক প্ল্যানগুলি যে অতিরিক্ত সুবিধাগুলি অফার করছে তাতে গ্রাহকদের আইপিএল দেখার অভিজ্ঞতা অনেক সুবিধাজনক হয়ে উঠবে৷ আইপিএল ভারতের সবচেয়ে জনপ্রিয় ইভেন্টগুলির মধ্যে একটি। আগামী ৩১শে মার্চ তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে৷ এই নতুন প্ল্যানগুলি লঞ্চ করার মাধ্যমে সংস্থাটি আশা করছে যে ম্যাচগুলির নিরবচ্ছিন্ন স্ট্রিমিংয়ের ক্রমবর্ধমান চাহিদা পূরণ হবে৷
জিওর সাম্প্রতিক ক্রিকেট প্ল্যানগুলির সাহায্যে দুর্দান্ত কোয়ালিটিতে লাইভ আইপিএল ম্যাচগুলিতে উপভোগ করার পাশাপাশি একাধিক ক্যামেরা অ্যাঙ্গেলেও ম্যাচ দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। মোবাইলে এই অভিজ্ঞতা বিনা বাঁধায় উপভোগ করার জন্য যে প্ল্যানগুলি সামনে আনা হয়েছে সেগুলি হলো ২১৯ টাকা, ৩৯৯ টাকা এবং ৯৯৯ টাকার প্রিপেড প্ল্যান। এই সমস্ত প্ল্যানের মজা জিওর ফাইভ জি ডেটায় উপভোগ করা যাবে। এছাড়াও এই প্ল্যানের অংশ হিসাবে, এই তিনটি প্যাকে আনলিমিটেড কলিং-এর পাশাপাশি বরাদ্দ দৈনিক ৩ জিবি ডেটাও আগের মতোই থাকছে। যোগ হচ্ছে কিছু নতুন সুবিধা।
জিওর ২১৯ টাকার প্ল্যানটি ১৪ দিনের জন্য বৈধ এবং ব্যবহারকারীদের দৈনিক যে সুবিধাগুলো সাধারণ ভাবে বরাদ্দ ছিল সেগুলি সহ অতিরিক্ত ২ জিবি ডেটার জন্য একটি ফ্রি ২৫ টাকার ভাউচার অন্তর্ভুক্ত করা রয়েছে। যাদের দীর্ঘ মেয়াদী প্ল্যানের প্রয়োজন তাদের জন্য ৩১৯ টাকার প্ল্যানটি যথাযথ। এই প্ল্যানটি একই সুবিধা দেয় কিন্তু তা দেয় ২৮ দিনের জন্য। এই প্ল্যানেটিতে ২৫-এর বদলে ৬১ টাকার একটি ফ্রি ভাউচার রয়েছে, যা অতিরিক্ত ৬ জিবি ডেটা প্রদান করে যা খেলা দেখায় কোনও বাঁধা সৃষ্টি হতে দেবে না।
এছাড়া ৯৯৯ টাকা মূল্যের যে প্ল্যানটি ৮৪ দিনের জন্য বৈধ থাকতো এবং প্রতিদিন ৩ জিবি ডেটা, প্রতিদিন ১০০টি মেসেজ ও সীমাহীন কল করার সুবিধা ছিল, সেটির সাথে একটি বিনামূল্যের ২৪১ টাকার ভাউচারও যুক্ত হয়েছে, যা ব্যবহারকারীদের অতিরিক্ত ৪০ জিবি অতিরিক্ত ডেটার অ্যাক্সেস দেবে। তবে এই অফারগুলি শুধুমাত্র আইপিএল চলার অব্দি প্রযোজ্য থাকবে এমনটা শোনা যাচ্ছ।