বাংলাহান্ট ডেস্ক: নতুন নতুন যত জুটিই আসুক না কেন, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জয়া বচ্চনের (Jaya Bachchan) জুটিই সবসময় থাকবে ‘জোড়ি নম্বর ওয়ান’। দাম্পত্য জীবনে হাফ সেঞ্চুরি করতে চলেছেন তাঁরা। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক অবশ্য কম নেই। কিন্তু সে সবকিছু সুকৌশলে বাইরের লোকের থেকে আলাদা করে রেখেছেন এই তারকা দম্পতি।
বলিউডের পাওয়ার কাপল অমিতাভ জয়া। ১৯৭৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। সে সময়ে দুজনেই ছিলেন ইন্ডাস্ট্রির নামজাদা তারকা। বলিউডের সবথেকে বিগ বাজেট বিয়ে গুলির মধ্যে অন্যতম অমিতাভ জয়ার বিয়ে। কিন্তু এই বিয়ের নেপথ্যের ঘটনা কী ছিল তা জানেন না অনেকেই। এমনি এমনি বিয়ের জন্য রাজি হননি বিগ বি। জয়ার ঘাড়ে এক শর্ত চাপিয়ে ছিলেন তিনি।
নাতনি নভ্যা নভেলি নন্দার অনুষ্ঠানে এসেছিলেন জয়া। সেখানেই নিজেদের বিয়ে সম্পর্কে এক বিষ্ফোরক তথ্য ফাঁস করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। জয়া অকপটে জানিয়েছিলেন, বিয়ের আগে তাঁর উপরে এক শর্ত চাপিয়েছিলেন অমিতাভ। কী এমন শর্ত দিয়েছিলেন বিগ বি? অনুষ্ঠানে জয়া বলেছিলেন, ‘আমাদের বিয়ে প্রথমে অক্টোবর মাসেই হওয়ার কথা ছিল। কারণ ততদিনে আমার যা যা কাজ বাকি ছিল সেসব মিটে যেত।’
কিন্তু বাদ সাধেন বিগ বি। তিনি স্পষ্ট জানান, তাঁর এমন স্ত্রী চাই না যে নটা থেকে পাঁচটা কাজ করে। তবে না, জয়াকে কাজ করতে বারণ করেননি অমিতাভ। বরং তিনি চেয়েছিলেন, জয়া যেন রোজ কাজ না করেন। প্রোজেক্ট ভাল কী খারাপ সেটা বুঝেই যেন হ্যাঁ বলেন তিনি।
জয়া এরপর জানান, ‘জঞ্জির’ ছবির সাফল্য উদযাপন করতে বিদেশে ছুটি কাটাতে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু অমিতাভের বাবা মা বলে দিয়েছিলেন, একসঙ্গে ঘুরতে যেতে হলে বিয়ে করে তারপরেই যেতে হবে। শেষমেষ আর অক্টোবর পর্যন্ত অপেক্ষা করেননি তাঁরা। এগিয়ে আনতে হয়েছিল বিয়েটা।
১৯৭৩ সালের ৩ রা জুন বিয়ের পিঁড়িতে বসেছিলেন অমিতাভ জয়া। মুম্বইয়ে জয়ার দিদার বাড়িতে হয়েছিল বিয়ে। ইন্ডাস্ট্রির অন্যতম বড় অনুষ্ঠান ছিল সেটা। এখনো পর্যন্ত অমিতাভ জয়ার বিয়ের অনুষ্ঠান নিয়ে চর্চা হয় বলিউডে।