বাংলাহান্ট ডেস্ক: রাম নবমীর (Ram Nabami) উৎসবে মাতোয়ারা গোটা দেশ। বিভিন্ন রাজ্যে ধুমধাম করে পালিত হচ্ছে এই বিশেষ ধর্মীয় উৎসব। সোশ্যাল মিডিয়ায় রামনবমী উদযাপনের ছবি, ভিডিও শেয়ার করছেন তারকারাও। আর এই বিশেষ দিনে অনুরাগীদের জন্য এক বিশেষ উপহার দিলেন পর্দার সীতা দীপিকা চিখলিয়া (Dipika Chikhlia)। দীর্ঘ ৩৭ বছর পর আবারো সীতা রূপে ধরা দিলেন তিনি।
রামানন্দ সাগর পরিচালিত আইকনিক রামায়ণ’ সিরিয়ালে সীতার ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকাকে। পরবর্তীকালে আরো অনেক প্রোজেক্টে তিনি কাজ করলেও সীতা চরিত্রে অভিনয়ের জন্যই এখনো জনপ্রিয় হয়ে রয়েছেন দীপিকা। আর এই রাম নবমীতে পুরনো নস্টালজিয়া আবারো উসকে দিতে দেখা গেল অভিনেত্রীকে।
এদিন একটি গেরুয়া রঙের শাড়ি পড়ে মাথায় ঘোমটা দিয়ে শ্রীরাম, সীতা এবং লক্ষণকে পুজো করতে দেখা গিয়েছে দীপিকাকে। তাঁকে দেখে স্মৃতির নৌকায় ভেসে পুরনো দিনে ফিরে গিয়েছেন নেটিজেনরা। রামায়ণ এর সময়কার দীপিকাই যেন ফিরে এসেছেন আবার। সঙ্গে আরো একটি চমক দিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, যে শাড়িটি তিনি পরেছেন তা রামায়ণ সিরিয়ালে লব কুশ কাণ্ড শুটিংয়ের সময়ে পরেছিলেন।
মাঝখানে কেটে গিয়ে ৩৭ বছর। শাড়িটি যত্ন করে তুলে রেখেছিলেন দীপিকা। সেই শাড়িতেই আবারো সেজে রাম বন্দনা করতে দেখা গেল তাঁকে। দীপিকার ভিডিও দেখে আবেগঘন হয়ে পড়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, মা সীতার কথা ভাবলে আপনার মুখটাই মনে পড়ে। একজন পাকিস্তান থেকেও কমেন্ট করে লিখেছেন, জয় শ্রীরাম!
সেই ১৯৮৭ সালে শুরু হয়েছিল রামায়ণ। চলেছিল ১৯৮৮ পর্যন্ত। পরবর্তীকালে দীর্ঘ লকডাউনের সময়ে আবারো টেলিভিশনের পর্দায় ফিরে আসে রামায়ণ। আবারো লাইমলাইটে ফিরে আসেন দীপিকা সহ আইকনিক শোয়ের অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। তবে বাকিদের তুলনায় দীপিকাই বেশি সক্রিয় থাকেন সোশ্যাল মিডিয়ায়।