‘পঞ্চায়েতে মহাজোটের চেষ্টা করলেই…’, বিরোধীদের কড়া দাওয়াইয়ের নিদান উদয়নের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। ভোট প্রস্তুতিতে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। অন্যদিকে, প্রায়শই ভেসে আসছে বিরোধী জোটের কথা। বাম, বিজেপি, কংগ্রেস ও বিক্ষুব্ধ তৃণমূলের একাংশ মহাজোট করার পরিকল্পনা নিচ্ছে কোচবিহার (Coochbehar) জেলায়। ভাসা খবর কানে আসতেই রেগে বোম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)।

কোনো মহাজোটের পরিকল্পনা হলে পাল্টা তাদের দাওয়াই দেওয়ার নিদান দিলেন উত্তরবঙ্গের হেভিওয়েট এই নেতা। তার কথায়, সাগরদিঘিতে যেটা হয়েছে দিনহাটাতেও সেটা করার চেষ্টা হচ্ছে। এই নিয়েই এদিন দিনহাটার পাঁচ মাথার মোড়ে তৃণমূলের পথসভা থেকে দলের কর্মীদের উদ্দেশে কড়া এই বার্তা দিলেন তিনি।

রবিবার রাতে দিনহাটার পাঁচ মাথার মোড়ে এক দলীয় সভা করেন উদয়ন গুহ। সেই সভা থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য শোনা গেল তার গলায়। তিনি বলেন, ” ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে সিপিএম, ফরওয়ার্ড ব্লক, বিজেপি শূন্য ছিল। আগামী পঞ্চায়েত নির্বাচনেও যাতে বিরোধীরা শূন্য থাকে তার ব্যবস্থা করতে হবে। ”

udayan

দলের কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “পঞ্চায়েত ভোট ঘোষণা হলেই শহরের কর্মীরাও গ্রামে গিয়ে গ্রামের কর্মীদের সহযোগিতা করবে।” এদিন দিনহাটার বুড়িরহাটে নিশীথ প্রামানিকের ওপর হামলার ঘটনা নিয়েও মুখ খোলেন তিনি। সি বি আই তদন্ত প্রসঙ্গে বলতে গিয়ে উদয়ন বলেন, “নিরপেক্ষ তদন্ত হলে ওই মন্ত্রীরও প্যান্ট খুলবে।”

প্রসঙ্গত, দিন কয়েক থেকেই বাম জামানায় চাকরির ক্ষেত্রে দুর্নীতি নিয়ে মুখ খুলছেন উদয়ন গুহ। গত সপ্তাহেই বাবা মৃত কমল গুহকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করে শিরোনামে জায়গা করে নেন তিনি। বাম নেতাদের পরিবারের সদস্যরা চাকরি পেয়েছেন বলেও অভিযোগ তোলেন। শনিবারই কাঠগড়ায় তোলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতি বসুকে। সেই রেশ কাটতে না কাটতেই ফের সরব উদয়ন গুহ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর