বাংলাহান্ট ডেস্ক: সুচিত্রা সেন (Suchitra Sen) বাংলা চলচ্চিত্র জগতের মহানায়িকা হলেও তাঁর খ্যাতি কিন্তু ছিল মায়ানগরীতেও। একাধিক হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন প্রথম সারির অভিনেতাদের সঙ্গেও। অনেকে তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেও ফিরিয়ে দিয়েছেন সুচিত্রা সেন। এঁদের মধ্যে একজন ছিলেন স্বনামধন্য রাজ কাপুরও (Raj Kapoor)।
আসলে শোনা যায়, সিনেমা এবং চরিত্র বাছার ক্ষেত্রে বেশ খুঁতখুঁতে ছিলেন সুচিত্রা সেন। ১৯৫৫ সালের ‘দেবদাস’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি ‘আঁধি’ ছবিতে অভিনয় করেও সবার মন জিতেছিলেন সুচিত্রা। কিন্তু রাজ কাপুরকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
এক সাক্ষাৎকারে মহানায়িকা নিজেই স্বীকার করেছিলেন একথা। তিনি বলেছিলেন, পুরুষদের মধ্যে সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা এবং বুদ্ধিদীপ্ত কথোপকথন খোঁজেন। রাজ কাপুর তাঁর বাড়িতে এসেছিলেন ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিতে। কিন্তু তিনি সঙ্গে সঙ্গেই না বলে দেন।
সুচিত্রা বলেছিলেন, ‘আমি যেই নিজের জায়গায় বসি, উনি হঠাৎ আমার পায়ের কাছে বসে আমাকে একটা গোলাপের তোড়া উপহার দেন এবং সঙ্গে ছবির প্রস্তাব দেন। কিন্তু আমি প্রস্তাবটা ফিরিয়ে দিই। ওঁর ব্যক্তিত্ব আমার পছন্দ হয়নি। যেভাবে উনি আচরণ করেছিলেন, আমার পায়ের কাছে বসে। কোনো পুরুষকে সেটা শোভা দেয় না’।
তেমনি আবার নিজের ‘আঁধি’ সহ অভিনেতা সঞ্জীব কুমারের সঙ্গে ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছিল সুচিত্রা সেনের। তাঁর ব্যাপারে তিনি বলেছিলেন, অনবদ্য অভিনেতা হওয়ার পাশাপাশি খুব ভাল একজন মানুষও ছিলেন সঞ্জীব কুমার। কলকাতা এলে নাকি সুচিত্রা সেনের বাড়িতে ঠিক আসতেন তিনি।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা