“রেস্তোরাঁ হয়ে গেছে দল, সবাই তো মুকুলের পথে হাঁটবে,” বিস্ফোরক মন্তব্য মদন মিত্রর

বাংলাহান্ট ডেস্ক : গত দু’দিন ধরে মুকুল রায় খবরের শিরোনামে। গত সোমবার মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় জানান যে তার বাবাকে দুই ব্যক্তি তাদের না জানিয়েই দিল্লি নিয়ে গেছেন। যদিও সেদিন রাত দশটার পর মুকুল রায়কে (Mukul Roy) দেখা যায় দিল্লি বিমানবন্দরে। এরপর সবার মনে প্রশ্ন উঠতে শুরু করে মুকুল রায় কি তাহলে তৃণমূলে নাকি বিজেপিতে?

এদিকে, গতকাল মুকুল রায় একটি বেসরকারি সংবাদমাধ্যমকে বলেন যে তিনি বিজেপিতে যোগদান করতে চান। এমন অবস্থায় তৃণমূল মুকুল রায় প্রসঙ্গে “ধীরে চলো” নীতি নিয়েছে। মুখ্যমন্ত্রী থেকে দলের মুখপাত্র, কেউই মুকুল রায় সম্বন্ধে বিশেষ কিছু বলতে চাইছেন না। এমন অবস্থায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বিস্ফোরক মন্তব্য করলেন মুকুল রায় প্রসঙ্গে।

বুধবার মদন মিত্র সংবাদমাধ্যমকে জানান, “মুকুলকে নেওয়ার সময় মনে হচ্ছিল সিংহাসন দখল হয়েছে দিল্লিতে। গত বছর ২১শে জুলাই এর সভায় মমতা অভিষেকের পাশেই ছিল মুকুলের চেয়ার। বিজেপিতে চলে গিয়ে পাগল সেজে আসলে তাহলে কি মঞ্চে জায়গা হয়ে যাবে? কেউ আসছে কেউ যাচ্ছে, রেস্তোরাঁ হয়ে গেছে দলটা। সবাই তো এবার তাহলে মুকুলের পথে হাঁটবে।”

এরই সাথে মদন মিত্র বলেছেন, “এটা আসলে শুভেন্দুর গেম প্ল্যান। কিছু নাম বলাতে হবে মুকুলকে দিয়ে যাতে মানুষ বিশ্বাস করে। সেই জন্যই দিল্লি নিয়ে যাওয়া হয়েছে মুকুল রায়কে। কেনই বা মুকুলকে নিয়ে আসা হল? এত মুকুল মুকুল কেন করা হচ্ছে?” এর সাথে মদন মিত্র বলেন এই ব্যাপারে দল তাকে শোকজ করলে তিনি প্রস্তুত আছেন।

Untitled design 2022 06 27T153943.036

 

মদন মিত্রের (Madan Mitra) এই বিস্ফোরক মন্তব্যের পর তোলপাড় শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। মুকুল রায়কে নিয়ে তৃণমূলের অবস্থান ঠিক কি তা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। যদিও আজ সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে মুকুল রায় এখনো বিজেপির বিধায়ক। তাকে নিয়ে তিনি কিছু বলতে চান না।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর