১০ হাজার আয় করতে নাজেহাল মানুষ, নেতারা কোটি কোটি নিয়ে ঘুরছেনঃ বিচারপতি গাঙ্গুলি

বাংলাহান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। শুধু যে শাসকদলের একাধিক নেতা মন্ত্রীর নাম জড়িয়েছে এমনটাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক দলের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। স্বাভাবিকভাবে আমজনতার মুখে প্রশ্ন উঠতে শুরু করেছে কোথা থেকে এলো এই বিপুল অংকের অর্থ।

এমনকি, অনেককে বলতে শোনা গিয়েছে, সাধারণ মানুষের টাকাই জমা হয়েছে রাজনৈতিক নেতাদের কোষাগারে! এবার কলকাতা হাইকোর্টের (Culcutta Highcourt) বিচারপতি (Justice) অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও (Abhiji Ganguly) সেই একই বক্তব্যকে তুলে ধরলেন। রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগে দুর্নীতি এবং কোটি কোটি টাকা লেনদেন প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘এক জন সাধারণ মানুষ ১০ হাজার টাকা উপার্জনের জন্য খেটে মরছেন। ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত তাঁরা কষ্ট করছেন।” সেই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘এই নেতাদের স্পর্শ করলেই কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। আর সাধারণ মানুষকে ছুঁয়ে দেখুন, দেখবেন বাজারে তাঁদের কত টাকা দেনা রয়েছে।”

একই সঙ্গে তিনি আরোও জানান, “রাজনৈতিক ব্যক্তিদের এই ভূমিকা দেখলে মনে হয়, এই জন্যই কি স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দিয়েছিলেন? দুটো, চারটে, পাঁচটা ব্যবসা থাকলেই কেউ দেশের মালিক হয়ে যায় না।’’ পাশাপাশি বিচারপতির সংযোজন, অর্পিতা মুখোপাধ্যায়দের কাছে এত টাকা আসছে কোথা থেকে?

1649853177 justice abhijit ganguly

এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, “নিয়োগ দুর্নীতির তদন্ত বলছে রাজনৈতিক ব্যক্তিদের একাংশের কাছে থেকে যখন তখন ৪০-৫০ কোটি টাকা বেরিয়ে আসছে। এই টাকার মালিক সাধারণ মানুষই!’ বিচারপতি গঙ্গোপাধ্যায় ইডি-সিবিআইকে বলেছিলেন, ‘আপনারা তো এখনও দুর্নীতির কোমর পর্যন্ত পৌঁছেছেন। হৃদয় ছোঁবেন কবে? মাথা ধরবেন কবে?’ অর্থাৎ, দুর্নীতির শিকড় যে আরোও গভীরে তা স্পষ্ট বিচারপতির কথায়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর